কজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন

কজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন

অনেক দিন দেখা হয় নি
দেখতে ইচ্ছে করছে খুব;

তুমি তো ডাক না;
ডাকি তো;
মনে মনে ডাকলে আমি শুনতে পাই না তো;
তুই যে কান দিয়ে শুনিস, তাই মনের ডাক শুনতে পাস না;

তুমি শুনতে পাও?
আমি মুখের ডাক কানে শুনি
মনের ডাক মনে;
ইশশ, তাইলে ভালোবাসা বোঝ না কেন?
কে বললো বুঝি না? তুই যখনই আমায় মনে করিস আমি তখনই তোর মনে;

থাক, আর ভোলাতে হবে না, চলো আজ দেখা করি গোধুলি বিকেলে;
উঁহু, আজ পূর্নিমা
চল চাঁদের আলোয় ডিনার করি, ছাদ বিহারে;
না গো, আজ কিছু খেতে ইচ্ছে করছে না,
শুধু দেখা করব, চোখের দেখা;

তাহলে মোমের আলোয় এক কাপ চা? চুমুর সাথে?
এটাতে অন্তত না করিস না;

ওপাশ থেকে উত্তর আসে না;

অনেকক্ষণ অপেক্ষার পর ঘুমের চন্দ্রপুকুরে সূর্যের আলো ঢিল ছুড়তেই চোখ খুলে উঠে বসলাম,
কোথায় তুই?
শূণ্য ঘরে আমি একা
জানালায় বাতাসের ঝাপটার গুনগুন
আমার কানে বাজছে,
চা চুমু, চা চুমু, চা চুমু;

মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৩-২০১৯ | ৭:৫৪ |

    মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০৩-০৩-২০১৯ | ১৯:৪৬ |

    অনেকক্ষণ অপেক্ষার পর ঘুমের চন্দ্রপুকুরে সূর্যের আলো ঢিল ছুড়তেই চোখ খুলে উঠে বসলাম, কোথায় তুই?
    শূণ্য ঘরে আমি একা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৩-০৩-২০১৯ | ২০:১২ |

    মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...