– কি করছিস ভোর সকালে?
– সূর্যের অপেক্ষা, তুমি কি করছ?
– আলোর অপেক্ষা;
– সে তো একই হলো,
– না রে, এক হয় কিভাবে?
সূর্য তো একটা বিন্দুমাত্র, বৃত্ত আলোকিত করে,
তুই কেন্দ্রে চেয়ে থাকিস, আমি পরিধি খুঁজি
তুই চাঁদ দেখিস, আমি চাঁদনি
তুই ভালোবাসা দেখতে চাস, আমি অনুভব করি;
তুই আমাকে পেতে চাস, হাতে ছুঁয়ে ছুঁয়ে
একবার আমার হৃদয়ে ঢুকেই দেখ না!
ডুবে যাবি তোতে তুইময় হয়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ আপনার কবিতা বা কথপোকথনের উপস্থাপনা। অভিনন্দন মি. যাযাবর।
loading...
ভালো লাগলো কবিতাটি।
loading...
দারুণ জীবন বাবু।
loading...