হাস্নাহেনার গন্ধ
একদিন সাদা শাড়ি পরেছিলি
স্বচ্ছ সাদা
আমরা আকাশ ভ্রমণে গিয়েছিলাম
স্বপ্ন ভেলায়;
মেঘের গাড়িটা আমাদের নিয়ে গিয়েছিল ঐ দূরে
মেঘের ওপারে,
সারাদিন সূর্য ভ্রমণ শেষে সন্ধ্যা ঘনিয়ে আসতেই
এত্ত বড় একটা চাঁদ আলো করে ছিল আমাদের
আর ঝুম জ্যোৎস্না বৃষ্টি ভিজিয়ে দিল তোকে
ভেজা শাড়িতে তুই বড্ড লজ্জা পেয়েছিলি সেদিন,
তোর লজ্জায় মেঘ গাড়ি আমাদের নামিয়ে আনলো মেঘের দেশে;
ও কি!
এখানে তো বৃষ্টি বিলাস
ভিজে চুপচুপ তুই
ভিজে চুপচুপ আমি
আর লজ্জায় আনত তোর চোখ,
আমি চোখ চুমে তোকে জড়িয়ে ধরতেই তুই এলিয়ে গেলি আমার বুকে
কোথা থেকে যেন হাস্নাহেনার ঘ্রাণ ভেসে আসছে শাড়ির প্যাঁচ খোলার সাথে সাথে
তারপর ডুব সাঁতার প্রেম বিলাসে;
হঠাৎ করেই ঘুম ভেঙে যেতেই স্বপ্ন মিলিয়ে গেলো অন্ধকারে
কোথায় সাদা শাড়ি? চোখজুড়ে কালো রাত,
শুধু হাস্নাহেনার গন্ধ জড়িয়ে আছে সারা মন জুড়ে;
পাশের বাড়ির টবে ঝাঁপিয়ে হাস্নাহেনা ফুটেছে।
loading...
loading...
অসাধারণ প্রিয় নির্বাসনের মানুষ প্রিয় যাযাবর জীবন। শুভ সন্ধ্যা।
loading...
ধন্যবাদ মুরুব্বী
loading...
অনেক বেশী সুন্দর হয় আপনার কবিতা সমূহ যাযাবর ভাই। আমার ভীষণ পছন্দ।
loading...
ধন্যবাদ দাদা
loading...
আপনার সব লেখাই আমার পছন্দের জীবন বাবু।
loading...
ধন্যবাদ রিয়া
loading...