ব্যর্থতা

ব্যর্থতা

আপনজন মানেই তো আপন
তাই না?
আপনজন কি হিসাব করে?
উঁহু! হিসাব কষে স্বার্থ,
আমি তোমার জন্য এই করেছি ঐ করেছি
তথাকথিত আপনজনদের মুখে নিত্যই শুনি;

আমি মুচকি হেসে বলি, আমি ধন্য, আপ্লুত;
বিনিময়ে কি করতে পারি?
বেশির ভাগের উত্তর, অর্থ সংশ্লিষ্ট
বাকিদের অন্য কোন স্বার্থ
চুপ করে থাকে নি বাছারা কেও;

সম্পর্কের মাঝে আজকাল কোথাও না কোথাও বিনিময় জড়িয়ে আছেই,
রক্তের সম্পর্কের মাঝে তো শতভাগ
বন্ধুত্ব ও আত্মীয়তার মাঝে বেশিরভাগ;
তবে কি সম্পর্ক মানেই বিনিময়
সম্পর্ক মানেই স্বার্থ?

ভালোবাসার সম্পর্ক
মনের টান
নিখাদ বন্ধুত্ব,
কোথায় এগুলো?
আছে, খুব দুর্লভ
তবে একটা দুটো খুঁজে পাই
আমার জীবন খাতায়,
আর ছাপা আছে ডিকশনারির পাতায়;

আমিই আজ পর্যন্ত কাওকে বলতে পারি নি
তোমার জন্য এই করেছি, ঐ করেছি
তবে কি আমি কারো আপনজন হতে পারি নি?
এ ব্যর্থতার দায়ভার আমারই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১০-১০-২০১৮ | ১৩:৩৪ |

    হাজার বছর কাছে থাকলেও অনেকের মধ্যে অনেক সম্পর্ককে আমি সঠিক সম্পর্ক বলে ধরতে পারিনি জীবন দা।

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ১১-১০-২০১৮ | ০:১১ |

      সম্পর্কের বেড়াজালে আমরা সবাই বন্দী

      কেও সম্পর্ক টেনে যাচ্ছি 

      কোন সম্পর্ক আমাদের ছেড়ে যাচ্ছে 

      আমরা শুধুই দর্শক সময়ের কারাগারে বন্দী। 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১০-১০-২০১৮ | ২১:৫৭ |

    আমার প্রকাশ আপনার মতো হলে আমিও এমন বলতাম প্রিয় কবি।

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ১১-১০-২০১৮ | ০:৩৩ |

      ধন্যবাদ মুরুব্বী Smile 

       

      GD Star Rating
      loading...