মায়া
কাল দিনটা ছিল হলদেটে খয়েরি
আর মন ছিল ধুসর কালো
সারাদিন ধরে ধরে খুব অদ্ভুত ভাবে
আকাশে একটা কাক উড়ছিল বড্ড দিশা-হীন হয়ে হয়ে,
কালো বিশাল একটা দাঁড়কাক;
ইদানীং তো দাঁড়কাকের দেখা মেলাই ভার
সত্যিকারের ভালোবাসার মত;
খুব অদ্ভুতভাবে তোর জন্য মনে কেমন যেন একটা মায়ার ছায়া
অনেকটা ভালোবাসার মত
ধ্যাত! আমি ভালোবাসা আর কোথায় পাব বল?
ও শুধু মায়াই রে,
মায়ায় কি আর ভালোবাসা হয়?
ওতে শুধু মন কাঁদা হয়
আর কিছু নয়;
আচ্ছা তোর মনেও কি আমার জন্য অবোধ্য কোন মায়ার অনুভূতি হয়?
আরে, আরে! ভালোবাসাবাসি আবার কি রে?
ওতে বড্ড বেশী মন কাঁদে
তারচেয়ে মাঝে মাঝে মন কেমন করা অবোধ্য মায়াই অনেক ভালো
ঠিক আকাশে ওড়া ঐ দাঁড়কাকটার মত,
ঝড়ো বাতাস এলে হারিয়ে যাবে অনেক দূরে
মায়ায় উড়ে উড়ে;
একদিন ঠিক দেখিস আমিও উড়ে যাব অজানা এক দূরে
তোর ঘরে মায়ার পালক ফেলে
অনেক কাঁদবি বুঝি?
তারচেয়ে এখনই মায়ার পালক ফেলে দে গা ঝাড়া দিয়ে।
loading...
loading...
'ও শুধু মায়াই রে,
মায়ায় কি আর ভালোবাসা হয়?
ওতে শুধু মন কাঁদা হয়
আর কিছু নয়;'
___ হৃদয়কাড়া একটি লিখা প্রিয় নির্বাসনের মানুষ। শুভ সন্ধ্যা।
loading...
ধন্যবাদ মুরুব্বী
loading...
মায়া বড় অদ্ভুত বিষয় কবি জীবন বাবু। অন্যান্য লেখার মত এটাও ভাল লেখা।
loading...
হ্যাঁ রিয়া
মায়া খুব অদ্ভুত
loading...
সুন্দর লিখা।
loading...
ধন্যবাদ দাদা
loading...
প্রিয় যাযাবর কবি বন্ধুর বেশিরভাগ কবিতা আমি পড়েছি।
প্রায় কবিতাতেই পেয়েছি মায়াবী ভালোবাসার আকুঁতি আর নিঃস্বার্থ ভালোবাসার ছোয়া!
অনেক শুভকামনা ভালোবাসার কবিকে


loading...
ভালো লাগলো মায়া কাব্য।
loading...
* অনেক সুন্দর লেখা…
loading...
সুন্দর লাগল কবি দা
loading...