ভার্চুয়াল প্রেম উপাখ্যান
ভার্চুয়ালে পরিচয়
ভার্চুয়ালে দেখা
ভার্চুয়ালে ভালো লাগা
ভার্চুয়ালে প্রণয়,
হাজার হাজার মাইল দূরে দুজন
তবুও প্রেমানুভূতিতে খুব কাছে
সময়ের ব্যবধান? তাও তো আছে,
তবুও কি এক অদৃশ্য টানে
অপেক্ষায় থাকে দুজনে;
একটা সময় ছিল চিঠি-যুগ
প্রণয় হতো তখনো
কাছাকাছি! প্রায় অসম্ভব
হলেও বছরে দুবছরে এক অধবার
তারপর ডাকবাক্স ও অপেক্ষা
দুজন দুজনার;
সে সময় মাঝে মাঝে দূর থেকে চোখের দেখা
কাছাকাছি আসার সুযোগ হয়তো জীবনে এক অধবার
কোন পালা পর্বণে
শারীরিক স্পর্শ? সে শুধুই কল্পনায়;
আজকাল আর চিঠির যুগ কোথায়?
কোথায় অনুভূতির প্রকাশ পত্র লেখায়?
এখন সব নগদ নগদে
নগদে দেখা, নগদে প্রেম
নগদে অভিমান, নগদে বিচ্ছেদ
মাউসের একটা ক্লিকে, ভার্চুয়ালে;
আজকালকার প্রেমের ধরণও বদলে গেছে
আজকাল তো ভালো লাগতে না লাগতেই ঠোঁটে ঠোঁট
হোক সে সামনাসামনি কিংবা ভার্চুয়ালে
শরীরে শরীর মিলতে সময় আর লাগে কোথায়?
সামনে থাকলে নগদে
ভার্চুয়ালে ক্যামেরার সামনে
প্রেমে আকুল
শরীর ব্যাকুল
কাপড় খোলে দুজনা
উত্তেজনায় ভিডিওক্যাম আর মোবাইল কিংবা ল্যাপটপ স্ক্রিন
কাম-স্খলন কার?
খুব ইচ্ছা হয় জানার;
হয়তো কোন একটা সময় আসবে
নিকট ভবিষ্যতে,
নতুন কোন আবিষ্কার
কোন এক ধরণের ভার্চুয়াল ষ্টিমুলেশন
সরাসরি মাথার নিওরণ কোষে,
অনুভূতিগুলো তীব্র হতে হতে
সত্যিকারের অনুভূতির খুব কাছাকাছি পৌঁছে যাবে
কিংবা কে জানে! হয়তো দুটি অনুভূতির মাঝে কোন পার্থক্যই থাকবে না;
একজন গোলকের পূর্ব পাশে আরেকজন পশ্চিম পাশে
একজন উত্তর মেরুতে একজন দক্ষিণ মেরুতে
দুজনার প্রেম কাহিনীর সূচনা থেকে পরিণয় ভার্চুয়ালে,
প্রেম হবে
ভালোবাসা হবে
চুমু হবে
শরীর হবে
কাম-স্খলন
সংসার জীবন
সবই ভার্চুয়ালে;
ল্যাপটপ কিংবা মোবাইল
আর নয়তো আবিষ্কৃত নতুন কোন ডিভাইসের দুপাশে দুজনে,
মাথায় অনুভূতির ষ্টিমুলেশন
আর ভার্চুয়ালে সংসার জীবন;
খুব একটা কৌতূহল নিয়ে অপেক্ষায় আছি!
নতুন শিশুর আগমন হবে কিভাবে?
ভার্চুয়ালে।
loading...
loading...
এখন সব নগদ নগদে। নগদে দেখা, নগদে প্রেম, নগদে অভিমান, নগদে বিচ্ছেদ
মাউসের একটা ক্লিকে, ভার্চুয়ালে। একদম পুরো সত্য কবি জীবন বাবু। নমষ্কার।
loading...
ধন্যবাদ
loading...
কবিতায় আমারও মনের কথা বলে দিয়েছেন প্রিয় কবি প্রিয় নির্বাসনের মানুষ।
loading...
লইজ্জা দিয়েন না রে ভাই
loading...