ঝুমঝুমান্তি বৃষ্টি
মন থাকলেই মলিন হয় মন
হৃদয় থাকলে ব্যাথানুভুতি
বাকি সবই নানা রঙের অনুভূতি;
সুখ দুঃখ, রাগ অনুরাগ
আনন্দ বেদনা, হাসি কান্না
মান অভিমান
সবই মনের কথা আর কষ্ট কষ্ট অনুভূতি;
হৃদয় এর বাস বুকে
মনের বাস কোথায়?
মাথায় খুঁজলাম মন ওখানে তো মগজ
আর চিনচিনে ব্যথা
বুকে খুঁজলাম
ওখানে হৃদয়
আর কষ্ট কষ্ট ব্যথা;
মাঝে মাঝে খুব বেশী মন খারাপ হয়
যখন আকাশে মেঘ করে
যখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ে
যখন ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া দেয়
যখন জ্যোৎস্না খেলে
তখনই, ঠিক তখনই মন কেমন করে;
আর তোর কথা মনে পড়ে যখন
মনের উথালপাথাল বড্ড বেশী রকম
তুই কেন রে ভালোবাসা?
তুই কেন মন?
মনের বাস শরীরের কোথায়
খুব জানতে ইচ্ছে করে;
একবার মনটাকে হাতে পেলে
ঠিক কবর দিয়ে দিতাম, তোর মনের ভেতরে;
তখন নিশ্চয়ই বুঝবি, কান্না কাকে বলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"একবার মনটাকে হাতে পেলে
ঠিক কবর দিয়ে দিতাম, তোর মনের ভেতরে;
তখন নিশ্চয়ই বুঝবি, কান্না কাকে বলে।"
– সব মিলিয়ে দারুণ উপস্থাপনা। অভিনন্দন প্রিয় কবি নির্বাসনের মানুষ। শুভ সকাল।
loading...
ধন্যবাদ মুরুব্বী
loading...
অনেক সুন্দর কবিতা হয়েছে জীবন বাবু। মুগ্ধতা প্রকাশ করছি।
loading...
ধন্যবাদ রিয়া রিয়া
ভালো থেকো সব সময়।
শুভ কামনা
loading...
মন থাকলেই মলিন হয় মন
হৃদয় থাকলে ব্যাথানুভুতি
বাকি সবই নানা রঙের অনুভূতি;
* চমৎকার অনুভূতি…
loading...
ধন্যবাদ ভাই
loading...