অন্ধকার

অন্ধকার

কথা দিয়েছিলি তুই আসবি;

আমি অপেক্ষায় ছিলাম,
কেও আসে নি;

কিছু তপ্ত হাওয়া বয়েছিলো
দরজা দোল খাচ্ছিল কিছু লু বাতাস,
বারবার ঘর আর বাইরে আমার চোখ
নিজেও ঘুরে এসেছি দরজার ওপাশে কয়েকবার
অদ্ভূত এক নিস্তব্ধতা চারিদিকে
আর শূন্যতার হাহাকার;

সকাল, দুপুর, সন্ধ্যা অপেক্ষা করে
এক সময় সূর্যটাও ডুবে গেলো টুপ করে,
তারপর চারিদিক আধার;

চাঁদ ছাড়া চাঁদনি হয়েছিলো কবে?
আর তুই ছাড়া আমি,
রাত মানেই কি অন্ধকার?
তবে স্বপ্ন দিয়েছিলি কেন চোখে?
আসার আশা দিয়ে;

জেগে থাকলে পদধ্বনি নিঃশব্দতার
আর খর চোখে সূর্য কিরণ
সমূদ্র কি পুরোটাই লবণ?

স্বপ্নের পৃথিবীতেই তুই আমার
আর বাকি রাত অন্ধকার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৭-২০১৮ | ১০:৫৬ |

    "স্বপ্নের পৃথিবীতেই তুই আমার
    আর বাকি রাত অন্ধকার।" ___ অভিনন্দন প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১৭-০৭-২০১৮ | ১১:২৮ |

    বাহ্ জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...