পরাজিত
একটা তুই ছিলি
একটা আমি
একটা সময়ে দুই জোড়া চোখ
একটা কামরায় বন্ধ দরজা
এক কাপ চায়ে দু ঠোঁট কাপে
একটা বিকেলে চোখাচোখি
একটা সন্ধ্যায় ভালো লাগা
একটা চাঁদে কাছে আসা
চায়ের কাপ থেকে ঠোঁটে ঠোঁট
একদিন বৃষ্টি দুজনে ভেজা
একটা সম্পর্ক, ভালোবাসা;
একটা ভালোবাসা হলো
একটা সম্পর্ক হলো;
তারপর সময়ের চাকায়
সময় গড়ালো
সূর্য উঠলো সূর্য ডুবলো
চাঁদ উঠলো জ্যোৎস্না হলো
চাঁদ ডুবলো অমাবস্যা এলো
দিন ফুঁড়লো রাত ফুঁড়লো
মাস গড়ালো বছর গড়ালো;
তারপর হঠাৎ একদিন
একটা উথালপাথাল ঝড় উঠলো;
একদিন সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি এলো
একদিন একটা অভিমান হলো
একদিন একটা রাগ
একদিন একটা ইগো
তারপর অনেকগুলো যুদ্ধ হলো;
প্রেম, ভালোবাসা, সম্পর্ক
রাগ, অভিমান, ইগো আর ভুল বোঝাবুঝির মাঝে;
ফলাফল কি হলো জানিস?
অভিমানের জয় হলো
জয় হলো ইগোর
জিতে গেলো রাগ,
হেরে গেলাম আমি
হেরে গেলি তুই
হেরে গেলো সম্পর্ক;
আসলে ভুল বোঝাবুঝির যুদ্ধ যুদ্ধ খেলায়
সব সময়ই জয় হয় ইগোর
হেরে যায় সম্পর্ক;
অনেক পরে বুঝেছিস তুই
অনেক পরে বুঝেছি আমি
হেরে গিয়ে।
loading...
loading...
আসলে ভুল বোঝাবুঝির যুদ্ধ যুদ্ধ খেলায়
সব সময়ই জয় হয় ইগোর
হেরে যায় সম্পর্ক;
loading...
হুম
কেও বোঝে
কেও ইগোর কবরে
loading...
মানব জীবনের এক খুবই গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরেছেন প্রিয় কবি যাযাবর ভাই।
এ কবিতা হয়তো আমাদের জীবনে ভুল বোঝাবুঝি যুদ্ধ যুদ্ধ খেলা থেকে বিরত রাখতে সহায়ক হতে পারে।
অনেক শুভকামনা


loading...
অনেক ধন্যবাদ ভাই ইলহাম
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা
loading...
একটা একটা সব। অভিনন্দন জীবন বাবু।
loading...
ধন্যবাদ রিয়া রিয়া
loading...
অভিমানের জয় হলো
জয় হলো ইগোর
জিতে গেলো রাগ,
হেরে গেলাম আমি
হেরে গেলি তুই
হেরে গেলো সম্পর্ক;
* কিছু কিছু অভিমান সম্পর্ককে অনেক দূরে ঠেলে দেয়…
ভালো থাকুন কবি।
loading...