স্বার্থপর

স্বার্থপর

আমার পৃথিবী কে?

প্রথমেই আমি
তারপরই টাকা সবচেয়ে দামী,
তারপর ক্রমানুসারে
বাবা মা
জীবন সঙ্গী
সন্তান
বন্ধু বান্ধব
আত্মীয় স্বজন;

আমার পৃথিবীতে এখন প্রেমের স্থান নেই কোথাও
তবে বুকের খাঁচার কোনাঘরে এক ‘তুই’ এর বাস,
খুব গোপনে, ঘুমঘোরে
আর সময় আমার কাছে অনেক অনেক দামী;

দেখিস নাই কেমন চোখের নিমিষে ফুরিয়ে যায় সময়!
শিশুকাল যেতে না যেতেই কৈশোর
যৌবন পেরোনোর আগেই বার্ধক্য
তারপর শুধুই মাটির টান,
আসলেই রে সময় অনেক দামী!
যার ফুরোয় সেই বোঝে,
বড্ড স্বার্থপর আমি;

একটা সময় ছিলো মনে প্রেম ছিলো
চোখে ভালোলাগা ছিলো
এখন চোখে পুরনো কিছু স্মৃতি ভাসে
মনে পুরনো ক্ষত আসে
আমি স্মৃতি চাপা দিয়ে যাই কাজের কবরে;

স্মৃতি মাঝে মাঝে বড্ড কাঁদায়
জীবনে হারানো প্রেমের অনুভূতির স্থান কোথায়?
দিনে সূর্য দহন আর রাতে অন্ধকার বিলাস
চোখে ঘুম কোথায়?
ঔষধ কোম্পানিগুলোর বড্ড লাভ;

আচ্ছা টাকা দিয়ে কি সময় কেনা যায়?
টাকা না সময়
কোনটা বেশী দামী?

বড্ড স্বার্থপর আমি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৭-২০১৮ | ১০:৩৩ |

    এমন স্বার্থপর আমরা অনেকেই। শুভেচ্ছায় সম্মান প্রিয় নির্বাসনের মানুষ। অভিনন্দন। Smile

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৯-০৭-২০১৮ | ১৩:৪৭ |

    টাকা দিয়ে সব কেনা যায় না; এমন কি সময়ও। দারুণ একটি থিম জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ১৪-০৭-২০১৮ | ৮:৩১ |

    একটা সময় ছিলো মনে প্রেম ছিলো
    চোখে ভালোলাগা ছিলো
    এখন চোখে পুরনো কিছু স্মৃতি ভাসে
    মনে পুরনো ক্ষত আসে
    আমি স্মৃতি চাপা দিয়ে যাই কাজের কবরে;

    দারুন বাস্তবতা।

    GD Star Rating
    loading...