ঈর্ষা
জলপরী তুই জলের মাঝে জলকেলি
বয়ে যাওয়া পানি তোকে ছুঁয়ে যায়
আমি পাড়ে বসে ঈর্ষায়
আমায় নিয়ে যা তোর সাথে
দুজন মিলে ফুল তুলি;
পদ্ম দেখেছিস?
লাল লাল,
শাপলা গুলো বড্ড বেগুনী
তুই সবুজ শ্যাওলা মেখে আমায় কেন মন দিলি?
এবার সাদা মেঘ হ, আমার আকাশে
তারপর দুজন নীল হই ভালোবেসে
চল দুঃখ ভুলি;
পানি ছুঁয়েছে তোকে,
আমারও যে বড্ড ইচ্ছে করে তোর ঠোঁট ছুঁতে;
অনেক খেলা হয়েছে পানিতে
এবার উঠে আয় জলপরী,
আয় চুমু খেলি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার লেখা পড়লে আমারও ঈর্ষা হয় জীবন দা। এমন সুন্দর লেখেন কিভাবে !!!!
loading...
অনেক খেলা হয়েছে পানিতে
এবার উঠে আয় জলপরী,
আয় চুমু খেলি।
অসাধারণ যাযাবর ভাই।
loading...
জলপরী তুই জলের মাঝে জলকেলি … চমৎকার উপমা লিখাটিকে সমৃদ্ধ করেছে।
loading...