জিজ্ঞাসা

জিজ্ঞাসা

তুই কিন্তু বই না
তবুও আমি তোর মনের প্রতিটা পাতা পড়তে পারি,

তুই কিন্তু চাঁদ না
তবুও আমি তোর সাথে জ্যোৎস্না মাখি,

তুই কিন্তু রাত্রি না
তবুও আমি তোর সাথে অন্ধকার হই,

তুই কিন্তু সূর্য না
তবুও আমি তোতে আলোকিত হই;

আমি কখনো রংতুলি হাতে নেই নি
তবুও আমি তোকে আঁকি মনের ক্যানভাসে,
আমার হাতে কলম নেই,
তবুও আমি তোর প্রতিটা অনুভূতি লিখি কবিতার ছন্দে;

কেন?
জানিস কি তুই?

উঁহু!
কিছুই জানা নেই তোর;

তুই অন্ধকারের রঙ চিনিস না
তুই ভালোবাসার গান জানিস না
তুই বৃষ্টির কান্না শুনিস না
তুই জ্যোৎস্নার হাহাকার বুঝিস না,
তবুও কিছু না জেনে
কিছু না বুঝেই পাগলের মত ভালোবাসিস আমায়;

বোধের অবোধ্য এক মায়ায় জড়িয়ে থাকিস তুই
আমায় ঘিরে,
আমার কথা মনে হলে;

কেন?
বোধের অবোধ্য কিছু অনুভূতি খেলা করে আমায় ঘিরে
তোর কথা মনে হলে;

কেন?
আচ্ছা! একে কি ভালোবাসা বলে?

আমি ভালোবাসা বুঝি না;
তবুও কোথায় জানি এক কষ্ট কষ্ট সুখে মন ভরে থাকে
তোর কথা মনে হলে;

আচ্ছা! তোরও কি এমন লাগে?
কত প্রশ্নের উত্তরই তো থেকে যায় আমাদের জানার বাইরে;
এ প্রশ্নটার উত্তর খুঁজিস তো আয়নার সামনে দাঁড়িয়ে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-১১-২০১৮ | ৯:২৯ |

    "আমি ভালোবাসা বুঝি না;
    তবুও কোথায় জানি এক কষ্ট কষ্ট সুখে মন ভরে থাকে
    তোর কথা মনে হলে;

    আচ্ছা! তোরও কি এমন লাগে?
    কত প্রশ্নের উত্তরই তো থেকে যায় আমাদের জানার বাইরে;
    এ প্রশ্নটার উত্তর খুঁজিস তো আয়নার সামনে দাঁড়িয়ে।"

    ____ আমার কথা আপনার কলমে প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ০৪-১১-২০১৮ | ১১:২১ |

      কি জানি ভাই?

      হয়তো একভাবে চিন্তা করি তাই। Smile 

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ০৩-১১-২০১৮ | ১৫:৫৪ |

    অসাধারণ জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৩-১১-২০১৮ | ২২:০৮ |

    তুই কিন্তু বই না
    তবুও আমি তোর মনের প্রতিটা পাতা পড়তে পারি,

     

    * অসাধারণ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...