আয়না জীবন

আয়না জীবন

মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই
ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখি
মাঝে মাঝে অন্ধকারে
মাঝে মাঝে আলো জ্বেলে
কখনো নিজেকে খুলে খুলে

বড্ড ওচেনা আয়নার ঐ লোকটা
বড্ড বেশী অচেনা
মানুষ চিনবে কি করে? আমি নিজেই ওকে চিনি না;

মাঝে মাঝে আমি হো হো করে হাসি
যখনই আয়নায় চোখ পড়ে দেখি লোকটা ঝরঝর কাঁদছে
বাস্তব জীবনে মাঝে মাঝে আমার বড্ড মন খারাপ লাগে
অথচ অনুভূতি ছাপ ফেলে না আয়না জীবনে,
মাঝে মাঝে যখন এ ও ভালোবাসার কথা বলে
আমার চোখ কেন জানি পাথর বনে যায়
অথচ আয়নার দিকে চোখ পড়লেই বড্ড বেশী ঝাপসা দেখি
কাঁচে বোধহয় আর্দ্রতা খুব বেশী
আমার আবার অনুভূতি আছে কি?

আমার এক একবার খুব ইচ্ছে
আয়নার ভেতরে ঢুকে পড়তে
আমা থেকে ও জীবনটা বড্ড অন্যরকম
ওখানে হাসলে কেও দেখার নেই
কাঁদলে কেও নেই চোখ মোছার
ভালোবাসলে কেও নেই আপন করে নেবার
ওখানে কেও বসে নেই ভালোবাসায় দুঃখ দেবার
একবার ওখানে ঢুকতে পারলে আর ফিরব না আয়নার এপাশে
আমায় খোঁজার কেও নেই আয়নার এপাশে কিংবা ওপাশে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান১ : ০২-০৭-২০১৮ | ১৬:২১ |

    আয়নাময়ই আমাদের জীবন। অনেক সময় বড্ড অচেনাই লাগে যখন নিজেকে দেখতে দাড়াই। চমৎকার শব্দ গাথুনীতে উচ্চতরও লেখনী এবং সমাপ্তির বন্ধনি। আল্হাদিত হলাম প্রিয় কবিবরেষু।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০২-০৭-২০১৮ | ১৯:০১ |

    অল দ্য ভেরি বেস্ট প্রিয় নির্বাসনের মানুষ। কখন আসেন কখন যান টের পাই না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৩-০৭-২০১৮ | ৭:৪২ |

    অসংখ্য কবিতার ভীড়ে আপনার লেখা অনন্য। শুভেচ্ছা জীবন দা।

    GD Star Rating
    loading...