চাঁদনির প্রস্থান

চাঁদনির প্রস্থান

গত জ্যোৎস্নায় চাঁদনির আগমন;

দিন, মাস, বছর, যুগ অপেক্ষার পর ভেসে এসেছিলি চাঁদের ডানায়
মাত্র কয়েকদিন ,
প্রজাপতির ডানায় বেশ কাটিয়েছি এ কয়টা দিন
হাতে হাতে
চোখে চোখে
ঠোঁটে ঠোঁটে,
কাম ছিলো কি কোনো?
হয়তো কিছুটা ছিল
তবে ভালোবাসাটা ছিলো কানায় কানায়
সেই প্রথম বারের মতই;

আজ আরেকটি জ্যোৎস্না রাতে চাঁদনির প্রস্থান;

কোথা দিয়ে যে সময় পার হয়ে গেলো!
নিমিষে একটা মাস উধাও হলো,
আজ তোর চলে যাবার দিন
আমায় রাত করে;

এরপর আর কি আর দেখা হবে?
দিন, মাস, বছর কিংবা যুগ পার হলে!
আমি আবার অপেক্ষায় থাকব
তোর ফিরে আসার,
দেখিস, এবার যেন খুব দেরী না হয়ে যায়;
আরেকটিবার দেখতে চাই তোকে
মাটির ওপর থেকে, মাটির চোখে
তারপর না হয় মাটি হব, মাটিতে মিশে;

ভালোবাসার প্রহর কাটিয়েছিস কখনো?
চাতক চোখে
প্রতীক্ষার মুহূর্ত গুণে;

পূর্ণিমা রাতে যখন চাঁদনি চলে যায়
আমার আকাশ অন্ধকার হয়ে থাকে অমাবস্যায়,
তোর বোঝার সাধ্য কোথায়?

তুই চাঁদনি হয়ে সূর্য হবি, অন্য কারো আকাশেতে
চাঁদনি-হীন আমার আকাশ রাত্রি হবে, অপেক্ষাতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান১ : ২৮-০৬-২০১৮ | ১৪:১৬ |

    প্রতিক্ষার চমৎকার প্রতিচ্ছবি। প্রিয় যাযাবর বন্ধু সবসময়ই আপনার কবিতায় ভালবাসা, ভাললাগার পবিত্র অমলিন সরল হাতছানি পেয়ে থাকি যা প্রত্যেকটি মানুষকে দোলা দিয়ে থাকে। শব্দের গাঁথুনিতে তুষ্টি পেলাম। উপহার স্বরূপ আপনাকে “ফাইভ স্টার”।

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ২৮-০৬-২০১৮ | ১৪:৫১ |

      অনেক অনেক ধন্যবাদ সাইদুর ভাই 

       

      ভালো থাকুন সব সময়। 

       

       

       

      GD Star Rating
      loading...
      • সাইদুর রহমান১ : ২৮-০৬-২০১৮ | ১৪:৫৩ |

        আপনিও ভাল থাকুন এবং সুন্দর ও সৌন্দর্যের সাথে থাকুন।

        GD Star Rating
        loading...
      • সাইদুর রহমান১ : ২৮-০৬-২০১৮ | ১৬:৩৮ |

        আপনার এমন লেখার সবসময়ই পাঠক হতে চাই, আশা করি নিরাশ করবেন না।

        GD Star Rating
        loading...
  2. মুরুব্বী : ২৮-০৬-২০১৮ | ১৪:১৬ |

    "তুই চাঁদনি হয়ে সূর্য হবি, অন্য কারো আকাশেতে
    চাঁদনি-হীন আমার আকাশ রাত্রি হবে, অপেক্ষাতে।"

    ___ অনন্য সাধারণ একটি কবিতা। ব্রাভো কবি ব্রাভো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৮-০৬-২০১৮ | ১৭:১২ |

    অপূর্ব কনসেপ্ট কবি দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...