জানতে ইচ্ছে করে

জানতে ইচ্ছে করে

আজকাল আর তোর ঘুম ভাঙানো হয় না সেহরি’তে
ফোন নাম্বার বদলায় নি তোর
আমার নাম্বারও সেই পুরনোটাই আছে
শুধু সময় বদলে গেছে;

অথচ একটা সময় ছিল রাতে ফোন না দিলে
তুই উঠতেই পারতি না সেহরি’তে
কখনো যদি আমি উঠতে না পারতাম
অথবা ফোন দেয়া না হত যে কোন কারণে,
পরদিন কি অভিমানই না করতি তুই! অকারণে;
আর অভিমান ভাঙাতে কি না করেছি আমি!
মনে আছে?

আচ্ছা, এখন কে ঘুম ভাঙায় রে তোর?
কে জাগিয়ে দেয় সেহরি’তে?

আমি প্রায়শই ফোন হাতে নেই ভোর রাতে
তোর নাম্বারটা বের করি
ভাবি ফোন দেব
কিন্তু ফোন আর করা হয় না,
যেখানে অপেক্ষা নেই
যেখানে অভিমান নেই
সেখানে ভালোবাসার ঘনত্ব হালকা হয়ে যাবার কথা,
তাই না রে?

কই? আমার তো হয় নি এখনো
নতুবা কেন ফোন করা হয় না অভিমানে!

আচ্ছা! তোর ভালোবাসার ঘনত্ব কি তেমনি আছে?
বড্ড জানতে ইচ্ছে করে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩১-০৫-২০১৮ | ১৯:৫০ |

    আপনার লিখা পড়লে বড্ডো নস্টালজিক হয়ে পড়ি। ভালো আছেন তো প্রিয় নির্বাসনের মানুষ !! শুভ সন্ধ্যা। Smile

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ৩১-০৫-২০১৮ | ২১:১৬ |

    আপনার লেখা পড়ি; অথচ আপনার উপস্থিতি নাই কবি। Frown

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ০১-০৬-২০১৮ | ২:১০ |

      রিয়া

      ধন্যবাদ 

      তোমার মেসেজ পাই, এখানে আসলেও কম আসা হয়। 

      আমাকে ফেবু তে নিয়মিত পাবে। 

       

      মুরুব্বী 

      এবারের সার্ভার অত্যন্ত স্লো 
      অনেক সময় লাগে পেইজ লোড হতে

      তাই ইচ্ছে থাকা স্বত্বেও কম আসা হয়
      একটু যদি কিছু করা যায়! চিন্তা করে দেখেন। 

       

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ০১-০৬-২০১৮ | ১২:৩১ |

        সাইট আগের চেয়েও ফার্স্ট আছে। অন্যদের অভিমতও তাই। আপনার ব্রাউজার থেকে কুকিজ এবং হিস্টরি গুলোন মুছে দিন। ব্রাউজার রিস্টার্ট করুন। দেখবেন শব্দনীড় অনেক সহজ মনে হবে। কেননা; শব্দনীড়কে http:// এর সঙ্গে বাড়তি s যোগ করে শব্দনীড় হাই সিকিউরড করা হয়েছে। Smile

        GD Star Rating
        loading...