স্বপ্ন
রাত উড়ে যাক মেঘের ঘরে
রাত পুড়ে যাক অন্ধকারে
চাঁদনি তুই কোথায় আজ?
আমি মনের স্বপ্নঘোরে;
তুই তো প্রতিদিনই ডোবাস আমায়
একদিন না হয় ডুব দিয়ে যা আমার ভেতর;
সেই যে মেঘ হয়ে বাড়ি থেকে বের হলি
ফিরলি গায়ে রাত্রি মেখে
বৃষ্টিটুকু কাকে দিয়ে এলি?
আমার জন্য শুধুই নোনাজল?
সাগর কোথায় পেলি?
আচ্ছা! এই যে প্রতিদিন স্বপ্নে আসিস,
খালি হাতে কেন আসিস?
না হয় একটু জ্যোৎস্নাই নিয়ে আয় আমার জন্য!
হাত বন্ধ?
কেন যে এর ওর হাত ধরিস!
চোখ?
কাকে দেখিস?
মন?
তাও?
আচ্ছা! ক’জন কে ভালোবাসা যায়?
আচ্ছা বাবা,
না হয় তোর ঘুমঘোরেই একটু জ্যোৎস্না নিয়ে আয়!
এক চিমটি জ্যোৎস্না
ভালো না বেসে হোক, করুণা করে হলেও,
তুই তো জানিসই আমি জ্যোৎস্না পাগল,
নাকি, তাও ভুলে গিয়েছিস?
স্বপ্ন’রে তুই শিমুল তুলো
উথাল পাথাল উড়ছে মেঘ
ভালোবাসা পুড়ে পুড়ে
স্বপ্ন থাকে অবশেষ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অহোদিন তবু স্বপ্ন দেখি। স্বপ্নেই সাজাই জীবনের অপূর্ণ যা। নির্বাসিত মানুষের জন্য ভালোবাসা। ভালো থাকুন; ভালো রাখুন।
loading...
ভাল লাগে আপনার লেখা দাদা।
loading...