এক অক্ষরের ‘না’
একটা মাত্র শব্দ
অথচ পুরো একটা কথা,
‘না’ কথাটা শুনতে কতই না সহজ,
অথচ কি বিশাল তার ব্যপ্তি;
‘না’ বলার বুকচেরা বেদনা বোঝে কজনা?
অনেক দিন অনেক ভাবে
‘না’ মন্ত্র জপ করে গিয়েছি তোর কানে,
সহজ শব্দটা সহজ করে
কখনো কঠিন হয়ে
প্রায়ঃশই বিরক্ত হয়ে,
তোকে বোঝাতে না পারার অক্ষমতায় শেষমেশ
নিজেই চলে গিয়েছি অনেক দূরে,
তোর থেকে;
একটা শব্দই বোঝাতে চেয়েছিলাম তোকে – ‘না’।
এখনো ‘না’ না বুঝেই রাতগুলোও অভিমান করে মাঝে মাঝে,
তোর মত;
আমি ভোর দিয়ে রাত ঢেকে যাই ক্রমাগত।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এক অক্ষরের ‘না’
একটা মাত্র শব্দ
অথচ পুরো একটা কথা।
___ কোন অবিশ্বাস নেই। না শব্দটি একটি পূর্ণাঙ্গ বাক্য মনে করি। শুভ সকাল কবি।
loading...