বাসন্তী

বাসন্তী
যাযাবর জীবন

মন বাসন্তী,

আজ নিদ্রালু তপ্ত রাত
চল ঘুরে আসি
মন বনে
চুপিচুপি সংগোপনে
হাতে হাতে
চোখে চোখে
মনে মনে
দুজনে;

প্রচণ্ড গরম পরেছে আজ
তবুও তোর চিরায়ত রঙিন সাজ,
রাত্রি প্রায় দ্বিপ্রহর
বড্ড কষ্ট হচ্ছে আমার জেগে থাকতে
তবু ঘাম ঘাম শরীরে ঘুম ঘুম চোখে
দেখছি তোকে রঙিন সাজে
ঘন অন্ধকারে;

অন্ধকারে তাকিয়ে দেখেছিস কখনো?
আজ না হয় বুকের ওপর চিত শুয়ে আকাশ দেখ
রাতের আকাশ
ঘন কালো
একদম আমার ভেতরের রঙ
ছড়িয়ে গিয়েছে পুরোটা আকাশ জুড়ে
রাতের দ্বিপ্রহরে
তুই আমার বুকের পরে;

আজ না হয় দেখলিই আমার কালো
শুধুমাত্র রাতটুকুই তো
তারপর সকালের সূর্য চোখ চুমতেই স্বপ্ন মিলিয়ে যাবে
পুরনো উচ্ছলতায় তুই তোর ঘরে
আমি না হয় আরেকটু গুটিয়ে,
মনের ঘরে;

স্বপ্নগুলো বড্ড কাঁদায়,
না রে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৪-২০১৭ | ৭:১৮ |

    বাসন্তী দিয়ে সাত সকালে কবিতার অঙ্গনে পা দেয়া। Smile
    শুভ সকাল প্রিয় নির্বাসিত জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. শাফি উদ্দীন : ১৯-০৪-২০১৭ | ১১:৪৮ |

    অসম্ভব সুন্দর লিখাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...