জীবন রেল
– যাযাবর জীবন
আমরা তিন জন
তিন ভুবনের মানুষ
তিন জীবন
তিন স্থানে,
সকালে বের হয়ে যাই যে যার কাজে
যে যার অবস্থান থেকে
যার যার পেটের টানে,
সারাদিন জীবন রেলে ঘুরেফিরে
রাত্রিবেলায় ক্ষুধাগাড়িতে তেল ভরে
বার্ধক্যের স্মৃতিগাড়িতে ঘুরে বেড়াই
শৈশব, কৈশোর আর যৌবন এর ষ্টেশনে;
দিন আসে দিন যায়
কু ঝিক ঝিক বার্ধক্যের জীবন রেল গন্তব্য খুঁজে বেড়ায়
ষ্টেশন থেকে ষ্টেশনে;
অতীতের সাথে মেলে না বর্তমান
বর্তমানের সাথে মেলে না ভবিষ্যৎ
তবুও কালের বৃত্তে তিনকালের অষ্টেপিষ্টে জড়াজড়ি
একে অন্যের পিঠে চড়ে;
আমাদের তিন জন যেন সময়ের তিন কাল,
সে অতীত’কে ধরে রেখেছে বর্তমানে
তুই বর্তমানকে নিয়ে যেতে চাস ভবিষ্যতে
আমি ভবিষ্যতের অপেক্ষায় উপেক্ষা করেছি তাকে
তোর থেকে চোখ বন্ধ করে আছি বর্তমানে
মানুষের মাঝে পাথর হয়ে;
শুধু একটি জায়গাতেই মিল আমাদের
আমরা তিনজন একই ভালোবাসার বৃত্তে ত্রিভুজ প্রেমে।
একদিন খুব সহসাই ভালোবাসার বৃত্তে কেন্দ্র হয়ে যাবে
সাড়ে তিন হাতের ছোট্ট একটি ঘর,
আমাদের শেষ ষ্টেশন
কিংবা জীবনের;
প্রথম যাত্রী কে হবে?
তুই
আমি
না সে?
আমরা তিন জন
তিন ভুবনের মানুষ
কু ঝিক ঝিক রেলের পাতে
জীবন রেলে………।
loading...
loading...
‘শুধু একটি জায়গাতেই মিল আমাদের …
আমাদের একই ভালোবাসার বৃত্তে ত্রিভূজ প্রেম।’ জীবনদর্শন অসাধারণ প্রিয় কবি।
loading...