কর্পোরেট যন্ত্র
– যাযাবর জীবন
মানুষ কোথায়?
কর্পোরেট সভ্যতায়;
চেয়ারে বসে থাকে কিছু যন্ত্র,
কর্পোরেট চেয়ারে;
যন্ত্রের ভেতর থকথকে লোভ
পূতি-দুর্গন্ধময় লালসা
আর ঘন কালো স্বার্থ;
যন্ত্রের চেয়ারে ঘিরে কিছু সেবা সংস্থা
সংস্থার কিছু মানুষ
ভাতের অহ্নেষণে
কাজের বিনিময় অর্থ;
সেবা সংস্থাগুলোরও বলিহারি
মানুষগুলো মাঝে মাঝে ভাত জুটোতে গিয়ে ফুটো করে ফেলে হাড়ি,
কাজ পাওয়াটাই এদের মুখ্য স্বার্থ
কাজ পেলে, তবেই না অর্থ;
কর্পোরেট যন্ত্রের কাছে এরা কিন্তু মানুষ নয়
স্বার্থ উদ্ধার করে দিলে ভগবান
না পারলে শয়তান;
কখনো কালকের শয়তান আজকের ভগবান
কখনো’বা ভগবানই বনে যায় শয়তান;
কর্পোরেটে মানুষ কোথায়?
চেয়ারে বসা কিছু যন্ত্র
কিছু স্বার্থ
নগদ অর্থ
চারিদিকে কিছু ভগবান আর শয়তান
আর কর্পোরেট সেবা প্রদানকারী কিছু সংস্থান;
মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে
যন্ত্রগুলোকে খুলে খুলে দেখতে,
জানতে ইচ্ছে করে এরা পেট্রলে চলে?
না ডিজেলে?
আচ্ছা! এদের রক্ত আছে?
loading...
loading...
এদের সাদা রক্তধারী।
কর্পোরেট সভ্যতায় সত্য মানুষের খোঁজ মেলা ভার।
loading...