যে দিন আমি চলে যাব
রবোনা এ দুনিয়াতে,
রেখে যাব না কোনকিছু
দিতে প্রিয়জনদেরকে।
রেখে যাব না কোন স্মৃতি
কারও চোখের পাতাতে,
আমি চাই না কারও দুঃখ–কষ্ট
চাইনা কাউকে কাঁদাতে।
যে দিন আমি হারিয়ে যাব,
পাবেনা কেউ আমাকে
আমি তো হারাবো না তাদের
হারাবো না আমি কাউকে।
যে দিন তোমরা আমায় ভুলে যাবে
আর মনে করবে না আমায়;
কেন ভুলতে পারি না আমি
কেন স্মৃতি এসে আমাকে কাঁদায়।
যে দিন সবাই জানতে পারবে
আমার মনের কথা,
বুঝবে সে দিন সকলেই যে হায়
আমার মনের ব্যথা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
যে দিন চলে যাব,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভাব এবং বোধনের শাব্দিক প্রকাশ অসাধারণ হয়েছে। মুগ্ধ পাঠ জানালাম।
loading...
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
loading...