‘তুমি কত সুন্দর’
দক্ষিনের জানালায়,
ফোঁটা স্নিগ্ধ গোলাপ-
সু-গন্ধ ছড়ায় দিনভর
তুমি তারচেয়ে সুন্দর।।
‘তুমি কত সুন্দর’
উষ্ণ গরমের দিনে,
ক্লান্ত শ্রান্ত মনে,
দমকা হাওয়ায়
জুরিয়ে যাওয়া-
শরীর আমার;
তুমি তারচেয়ে সুন্দর।।
‘তুমি কত সুন্দর’
সুন্দর ধরণীর বুকে
সুন্দর মানবী তুমি
তোমার জন্যে-
পাগল আমি,
যেমনি মাটির টানে
বৃষ্টি পড়ে ঝরঝর;
‘তুমি কতই না সুন্দর’।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বছরের উপর হবে। দীর্ঘ বিরতির পর আপনার লিখার সাথে আবার দেখা হলো কবি। আশা করবো ভালো ছিলেন। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।
loading...
ভালো লাগছে এবারও প্রথম মন্তব্যটি আপনার কাছ থেকেই পেয়ে। হ্যাঁ অনেকদিন পর এলাম। এবার নিয়মিত হব ইনশাআল্লাহ। দোয়া করবেন। শুভেচ্ছা জানবেন।
loading...
দোয়া রাখি ইনশাল্লাহ্। শুভ সকাল।
loading...