উপজেলা - কালো সূর্যের কালো রাতের কালো বন্যা...

উপজেলা – কালো সূর্যের কালো রাতের কালো বন্যা…

এরশাদ প্রবর্তিত উপজেলা পদ্ধতি কি এবং বাংলাদেশে এর প্রয়োজনীয়তা কেন আজ পর্যন্ত তার কোন কার্যকর ব্যাখ্যা দেয়া হয়নি। শুরুতে বলা হয়েছিল এই সিস্টেম রাজনৈতিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে যাবে। বাড়বে দেশ শাসনে জনগণের অংশগ্রহণ ও সম্পৃক্ততা। বিচারবিভাগকে ডিসেন্ট্রালাইজড করায়ও রাখবে সুদূরপ্রসারী ভূমিকা। স্বৈরাচার আখ্যা দিয়ে জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করলেও কোন এক অজানা কারণে তার প্রবর্তিত উপজেলা সিস্টেমকে মেনু হতে বাদ দেয়নি পরবর্তী সরকার। অনেকটা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মত উপজেলা পরিষদকে রেখে দিয়ে তা ব্যবহার করে যাচ্ছে ক্ষমতাসীন সরকারগুলো।

মূলত সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ প্রার্থীদের মান অভিমান নিয়ন্ত্রণে রাখায় ব্যবহৃত হচ্ছে এই ডিফ্যাক্টো সিস্টেম। এক্সিকিউটিভ পাওয়ার ও ফান্ডিং ব্যবহারের সুস্পষ্ট কোন রূপরেখা ছাড়াই উপজেলা নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের বসিয়ে দেয়া হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়। ফলশ্রুতিতে বাড়ছে স্থানীয় সরকারের বাকি প্রতিষ্ঠানগুলোর সাথে এই পদ্ধতির কনফ্লিক্ট ও সংঘাত। আমরা যারা বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতির সাথে পরিচিত নই তাদের জন্যে উপজেলা পরিষদের সংজ্ঞা হচ্ছে ভাত ছিটিয়ে কাকদের কাছে টানা এবং দিনশেষে তাদের বলয়ে রেখে বৃহত্তর স্বার্থে ব্যবহার করা।

দেশের গোটা নির্বাচনী ব্যবস্থাই এখন একটা তামাশা। মিথ্যার বেসাতি গেয়ে অন্যায় ও অবৈধ ক্ষমতাকে জাস্টিফাই করার ন্যক্কারজনক ফাঁদ। এই ফাঁদে ধরা দিয়ে জনগণ হারাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার। দেশ হতে নির্বাসিত হচ্ছে জবাবদিহিতার সংস্কৃতি। তারই ফল আজকের বাংলাদেশ ও তার বাস্তবতা! দুর্ঘটনার মহামারী, আগুনের প্রলয়, ক্ষমতাসীনদের হত্যা, খুন ও ধর্ষণের অবাধ স্বাধীনতা। সর্বোপরি লুটপাটের কালো সূর্যের কালো রাতের কালো বন্যা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ১টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৪-২০১৯ | ৮:৩৭ |

    দেশের গোটা নির্বাচনী ব্যবস্থাই এখন একটা তামাশা। মিথ্যার বেসাতি গেয়ে অন্যায় ও অবৈধ ক্ষমতাকে জাস্টিফাই করার ন্যক্কারজনক ফাঁদ। কথা ভুল নয়। সত্য। Frown

    GD Star Rating
    loading...
    • ওয়াচডগ : ০১-০৪-২০১৯ | ৯:৫৫ |

      এ অন্যায় সংস্কৃতি হতে আমরা কবে বেরিয়ে আসবো তার কোন ইঙ্গিত দেখছিনা। 

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ০১-০৪-২০১৯ | ১৮:৫৫ |

    দেশ হতে নির্বাসিত হচ্ছে জবাবদিহিতার সংস্কৃতি। তারই ফল আজকের বাংলাদেশ ও তার বাস্তবতা!  দুঃখজনক অধ্যায়ের মুখোমুখী বাংলাদেশ। দেশের মানুষ সব বোঝে এই বুঝ ক্ষমতা সরকার যন্ত্রের নেই। Frown 

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ০১-০৪-২০১৯ | ১৮:৫৭ |

    একেকটি উপজেলা দপ্তর হচ্ছে মধ্যস্বত্ত্ব আর বঞ্চিতদের সান্ধ্যকালীন আড্ডাঘর।

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০১-০৪-২০১৯ | ১৯:৩৯ |

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ০১-০৪-২০১৯ | ১৯:৫৮ |

    দেশের ঘারে অপশক্তি ভর করে আছে দীর্ঘকাল। Frown

    GD Star Rating
    loading...