পারমাণবিক মৃত্যুফাঁদ …
আমাদের মত রাশিয়াও তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। মুখে, চেহারায় ও কাগজে কলমে সুপার পাওয়ায়ের তকমা থাকলেও ভেতরের খবর যারা রাখে তাদের কাছে রাশিয়া স্রেফ উন্নত ভার্সনে আমাদেরই কার্বন কপি। বিশেষ করে জোর করে ক্ষমতা কুক্ষিগত করা ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার মত সূক্ষ্ম কাজে। সেই রাশিয়ার সহযোগিতায় সমুদ্র বিজয়ের মত নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশের নব্য রাজতন্ত্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র! খবরটা পড়েই একদল মগজ-কানা দলীয় কিন্তা-কুন্তির দল উল্লাস শুরু করে দিয়েছে। অবৈধ রুটি-হালুয়ার জারজ মশা-মাছির দল ভন ভন করছে প্রকল্পের আশপাশে। দেশের খেটে খাওয়া কোটি কোটি সাধারণ মানুষ হয়ত কোনদিনও জানবে না কোন ভয়ংকর মৃত্যু-কুপে তাদের ঠেলে দেয়া হচ্ছে। চেরনোবিল অথবা ফুকুশিমা তাদের জন্য দিল্লি অনেক দূরের মতই রূপকথার গল্প। তাদের জানা থাকার কথা নয় অণু পরমাণুর ভয়াবহতা। হয়ত একদিন সকালে ঘুম হতে উঠে দেখবে তাদের মাথার চুল উঠে যাচ্ছে। চামড়া কুচকে যাচ্ছে। চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। সন্তান জন্ম নিচ্ছে শরীরে ক্যান্সার নিয়ে। প্রজন্মের পর প্রজন্ম ধেয়ে যাচ্ছে স্থায়ী বিকলাঙ্গ ও পঙ্গুত্বের দিকে। যেদিন বুঝতে পারবে তাদের সর্বনাশের ভয়াবহতা, ততদিনে রাজা-রানী, রাজপুত্র-রাজকুমারীর দল পালিয়ে যাবে নিরাপদ আশ্রয়ে।
পৃথিবীর সবচাইতে জনবহুল ও পা হতে মাথা পর্যন্ত চোর ও চুরির রাজত্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেহাতই আত্মহত্যা। দুর্ঘটনা দুরে থাক, কেবল টক্সিক ওয়েস্টই জাতির অস্তিত্বকে পৃথিবীর মানচিত্র হতে মুছে দেয়ার জন্য যথেষ্ট। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর উন্নত দেশ গুলো যেখানে পিছিয়ে আসছে সেখানে আমরা, কেবল জয়ের তিলক কপালে লাগানোর লালসায় এগিয়ে যাচ্ছি গণহত্যার দিকে। জাতির অস্তিত্বকে ইনস্যুর করতে কিছু প্রস্তাব রাখছি যার মেরিট এ মুহূর্তে হাস্যকর মনে হতে পারে। কিন্তু যেদিন রূপপুর সহ বাংলাদেশের ঘরে ঘরে কান্নার রোল উঠবে সেদিন বুঝতে সহজ হবে এসব প্রস্তাবের যথার্থতাঃ
– রাজতন্ত্রের রাজপ্রাসাদ পাবনার রূপপুর ও হেমায়েতপুরের মাঝামাঝি কোন এক জায়গায় সরিয়ে নিতে হবে।
– রাজকুমার ও রাজকুমারীদের তাদের ভিনদেশি স্ত্রী-স্বামী সহ স্থায়ীভাবে ঐ রাজপ্রাসাদে বাস করার আইন করতে হবে।
loading...
loading...
উত্তম প্রস্তাবনা মি. ওয়াচডগ।
loading...
আমরা বুঝি কিন্তু কিছু করি না।
loading...
সমকালীন না বলে বলা যায় দীর্ঘ একটি সময়ের প্রেক্ষিতে লেখাটি এসেছে।
loading...
পারমাণবিক মৃত্যুফাঁদ … আসলেই তাই।
loading...
ওয়াচডগ,
আহা আমাদের কর্তা ব্যক্তিরা যদি আত্মহত্যা ব্যাপারটা বুঝতে পারতো ! এই ব্যাপারে মনে হয় গত একবছর ধরে আমার সীমিত ক্ষমতা নিয়ে চেঁচিয়ে চলেছি লেখায়, মন্তব্যে। কাকস্য পরিবেদনা !! খুবই প্রয়োজনীয় একটা লেখা । অনেক ধন্যবাদ লেখার জন্য ।
loading...