তোমার আঁধার কালো মুখ
বিষণ্ন হাওয়ায় আবেগী কান্না মিশ্রিত সুর,
বড় বেশী একলা তুমি মেষ দেখায়!
কত প্রতীক্ষা, স্বার্থপর আমি সময়ে শেষ দেখায়।
আমি আজও স্বপ্ন বিমূখ অজানা কোন কারণ,
নিষ্ঠুর নিয়তি, ধর্ম-সমাজ!
বিছিন্ন কোলাহল,
তোমাতে-আমাতে দূর বহুদূর
ভালোবাসা আজও বড় নিষ্ঠুর!
কলুষিত সমাজে কলুষিত আমি মর্মহীন

