আমি গরম দেশের মেয়ে
এপ্রিল থেকে আগস্ট পেরিয়ে
যখন চৌচির হতে শুরু করে মাটি
তখনও থাকতে জানি
নির্বিকার- জল কাদায় হাঁটাহাঁটি।
আমার ছেলেও তেমন
অথচ দূরদেশ ওকে বার্তা পাঠালো,
এই দেশে আয়, আয় ছেলে আয়-
অমন হিমের ভেতরে ও’ নির্দ্বিধায় হেঁটে গেল
আমাদের ছেড়ে কেমন নিরুপায়, ভবিতব্য সনাতন।
ভিডিওকলে ফারের টুপি চিত্রিতমুখ
আর অভিনয়ের হাসিমাখা ছবি দেখে
ঠিকই টের পাই
শীতের দেশের উত্তাপহীনতা,
কিছুই করার থাকেনা, এপারের দীনতা।
মাঝরাতে কুকুরের কান্না শুনি কান পেতে
মায়ের মন অনুবাদ করতে চায় যাবতীয় ভাষা,
অকল্যাণকর সব ইশারা
ছেলেটা কাজ সেরে ক্লান্ত বিছানায় শুন্য বেসমেন্টে
কি নিয়ে বাঁচি? দুরাশার দোলাচলে এক ফোঁটা আশা।
বালাই ষাট, বালাই ষাট
ছেলে আমার পরদেশ
মনে হয় সবাইকে বলি,
ও’ আমার ভীষন ভালো
রক্ত কথা বলে, নির্ঘাত।
কেবল একটু ছেলেমানুষ
নেই কোনো মন্দ অভ্যাস
ও পরদেশ, ভুল বুঝে কষ্ট দিওনা
মায়ের চোখহারা ছেলে-
আহারে পরবাস।
এই গরমেও দেখো, পায়ে মোজা আমার
সব শীত, সব তুষার বুকে জমুক নিরাকার
ছেলে, ও ছেলে, কেন তোরা পরদেশে যাস!
মেনে, বুঝে, জেনে নিস- পাথরেই কল্পিত ঘাস,
এদিকে আছি আমরা চার প্রাণ, আমরাই তোর নিঃশ্বাস…
loading...
loading...
অসাধারণ উপস্থাপন মনোমুগ্ধকর।
শুভ কামণা রইলো
loading...
অমন হিমের ভেতরে ও’ নির্দ্বিধায় হেঁটে গেল
আমাদের ছেড়ে কেমন নিরুপায়, ভবিতব্য সনাতন।
loading...