জলীয় সুতোর কারুশিল্পের সাথে
ছড়িয়ে আছে জল, মাছের শিকার
এ অদেখা এক জাল, মৎসচাষে সাধু বক
দুলে ওঠা নিয়ে সংশয় নেই হয়তো
জলভাসা মৃদু গোলাপী অহংকার
ডুবিয়ে রাখছে তোমাকে,
ডুবিয়ে রাখছে আমাকে।
পুতুল ছিলাম কোনোদিন হয়তো
যদিও উপাধিতে মারমেড অথবা রাজকুমারী
মূলতঃ ছিলাম সুঁই
ফোঁড় দিয়ে অন্যের জীবনপ্রণালী গেঁথে দেয়া।
সূঁচের উপরেই নাচগানের নকশী
নাচো পুতুল, নাচো
বার্বির উঁচু বুক সাজাবে মিহিন সুতো।
অতঃপর বাম স্তন কেটে নিয়ে সুখের মহড়া
সাইক্লোনের মূল লেজুড়ের খোঁজে
ছটফটিয়ে আরো বুনো হওয়া
আরো উড়িয়ে নেয়া বিজনের ঘর।
উপরে উঠে গেছে পরিধি
যাকে তুমি কুঞ্জবন ভেবেছিলে
সে আসলে হাওয়ার খেলা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অশ্বত্থের ছায়া,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
উপরে উঠে গেছে পরিধি
যাকে তুমি কুঞ্জবন ভেবেছিলে
সে আসলে হাওয়ার খেলা।
loading...
সত্যই বেশ ভাবনাময় কবি আপু ভাল থাকবেন——–
loading...