দিলে দিলে মসকরা

254617_n

দিল আমার ক্যারাব্যারা খায়া পইড়া আছে
জল্লার পাড়ে; হালার পুতেগো লেইগ্যা
সাসভি লিবার পারি না
হাতের মেন্ধি দেইখাভি কয়,
তুমি বহুত খুপসুরত আছ, তোমারেই চাই।

আমি কই, উষ্টা খা আপনা কপালে
ঐ বেল্লিক তোগো মা-বইন নাইক্কা?
আমার দিল লিয়া খেলবি আবর তো ছাইড়াও যাবিগা
হুমন্দির পোলা, কুন আজাবে খৎনা দিছিল তরে?
সবতের (ছেড়ি) বুকেই ফাল পাড়বার চাস!

এলা আয়া খাড়ায়া থাকি চান্দের লাহান, একলা…
আমার বুকের ভিৎরে চুঁয়া লৌড়ায়
আয় হায় মা, বুকের কাঁপন সিজিল অহে না
কারে য্যান চাইছিলাম, কেউগা জানি আহে নাইক্যা
খাংকির পোলাগো জ্বালায় তারে কইবার ভি পারি নাইক্কা।

সুনসান হইলে মহল্লা আইজ পরথমেই যামু,
পিরীতি সোহাগে তারে জিগামু,
হারা জীবন তুমিই আছিলা দিলের মানু
তুমি কেলা পাউছাইয়া থাকো? দেহো না
কেমুন বান্দরের লৌড় লাগছে আমার পিছে!

আমার দিলের মানু সরমায়া কইব,
আমি তো জানছিলামই কুত্তার বাচ্চাগুলারে সাইড মাইরা
তুমি আমার কাছেই আইবা—
আয় হায়, এরবাদে চুম্মা চাট্টি, এরবাদে ঘর সংসার; সাদি
এরবাদে সব হউরের পো থাউক লৌড়ের উপর।

দিলের মানু আমার দিলেই ফালাক, অরে ছাড়া
কাউরে কই নাই আহো, কাউরে কই ভি নাই যাওগা
খালি সবতেরে কই, রাস্তা মাপো
এই রোড এহন ভিআইপি
রসিক ছাড়া এইহানে আর কেউর বেইল নাইক্কা, সব ফকফকা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
দিলে দিলে মসকরা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-১১-২০২১ | ১০:৪৬ |

    খালি সবতেরে কই, রাস্তা মাপো
    এই রোড এহন ভিআইপি
    রসিক ছাড়া এইহানে আর কেউর বেইল নাইক্কা, সব ফকফকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৫-১১-২০২১ | ১১:৪৪ |

    বেশ আঞ্চলিক ভাষার কাব্যিক কবি আপু

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১৫-১১-২০২১ | ২২:২০ |

    অসামান্য
    একরাশ মুগ্ধতা ।

    GD Star Rating
    loading...