মেঝেয় পড়ে আছে স্খলিত যুক্ত বসন
ওরাও অস্থির
কে মিলিত হবে প্রথম পরিচিত ঘ্রাণে
শাওয়ারের নীচ থেকে শিশুদ্বয়
নিজ নিজ জামায় ঢুকে যেতে যেতে
স্মিত হাসে।
জামাকাপড়ে স্বস্তি ফিরে আসে
কেননা ওরাও নগ্নতা বেশীক্ষন সইতে পারেনা।
২
কিছু শব্দ নিঝুম পড়ে থাকে ব্যাঞ্জনাহীন
কবে কে গেয়েছিল প্রাণে,
কত কথা ছিল উচ্চারনে অনুচ্চারিত
পালা বদলের খেলায় সবই ফিরে ফিরে আসে
তেমনি বার্তা, তেমনি নিশ্চয়তা
শব্দরাও মরে যায় অতঃপর।
৩
এভাবেই আশীর্বাদপুষ্ট হয় শূন্যতা
কম্পমান হৃৎপিন্ড চেপে ধরে
তীক্ষ্ণস্বরে গেয়ে ওঠে কোকিল—
গেয়ে যাও পাখি যেভাবে খুশী
শুধু আমার অহংকার ছুঁয়ো না।
৪
কি খুঁজি কি জানল না ওরে কেউ
বিজন বনে একলা থাকি
একলা ঘরেই বনকে খুঁজি জীবনভর
মনছায়ায় নিজ রূপ আঁকি।
অরূপের খোঁজে যে যাবে যাক পরদেশ
এইখানেতে স্বরূপ নিয়ে আছি আমি বেশ।
৫
কিছু কিছু পায়রা সাদাকাল পালকে
যেভাবে উড়ে আসে
তাদের কেশর চিনি
সবাই নিজ নিজ লজ্জাস্থান সাথে নিয়েই ঘোরে
তবু লজ্জা পায় না, লজ্জা পায় না
নিপাট লাজে থেমে যায় শুধু এক ব্যর্থ প্রেমঘোর।
৬
প্রাণে এমনিতর হাওয়া মেখে আমিও হাসব একদিন
সেদিন যদি তোমার অযুত কান্না এসে ঢোকে
আমি শুনব না, শুনব না সেসব পক্ষীবিলাপ
পরিপক্ক আম পড়েছে ঝুপ, বালিকা ফ্রকের ফ্রিলে
সে যেন আধখানা খায়, আধখানা তার ছড়ায় বালুচরে।
অগাস্ট ৫, ২০১৩
loading...
loading...
টুকরো টুকরো জীবন কথা বলি আর কবিতাই বলি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবিবন্ধু। আশা করবো ভালো আছেন।
loading...
ভালো আছি যতটা পারা যায়। ধন্যবাদ প্রিয় বন্ধু।
loading...
অনেক ভাল লাগা।
শুভেচ্ছা জানবেন।
loading...
ধন্যবাদ ভাই।
loading...
মুগ্ধ হলাম কবিবোন শাকিলা তুবা।
loading...
ধন্যবাদ কবি।
loading...
অসাধারণ কবিতা গুচ্ছ আপা।
loading...
ধন্যবাদ আপা।
loading...
সত্যি চমৎকার এই টুকরো কথা মালা। শুভ সকাল প্রিয় কবি শাকিলা তুবা আপু।
loading...
অনেক ধন্যবাদ ভাই।
loading...
সুন্দর।
loading...
ধন্যবাদ।
loading...
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দি।
loading...
ধন্যবাদ কবি দি।
loading...
চমৎকার একটা ওভার, এক ওভার কবিতা। প্রত্যকেটা বলেই আছে ভেরিয়েশন। লেগস্পিন, অফস্পিন, স্লোয়ার ডেলিভারি, কুইকার ডেলিভারি, কোনটা বাউন্সার। এবং মেডেন উইকেট।
ধন্যবাদ সন্ন্যাসিনী




loading...
ধন্যবাদ ভাই।
loading...
মোটামুটি
loading...
ধন্যবাদ।
loading...
বরাবরই চমৎকার লিখেন আপনি।
loading...
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
loading...
শ্লীল বা অশ্লীল ঠিক এইরকম কিছু একটা একান্ত ভাবে পাওয়ার ইচ্ছেটা মনের মাঝে অংকুরিত হওয়াটা কি অপরাধ! যাদি তাই হবে তবে
কেন পুষ্প এতটা আকর্ষণীয় সাজে
সজ্জিত হয়ে নিজ বুকে মধু ধারণ করে
কার প্রতিক্ষায় থাকে! কেন থাকে? সে কি শুধু বংশ বিস্তারের জন্যই! হয় তো বা।
আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র ভালোবাসা
কবি বোন তুবার জন্য। ভালো থাকুন
অনেক অনেক বোন।
loading...
সুন্দর মন্তব্য কবি শরীফ ভাই।
loading...