লুকোচুরি

লুকোচুরি

এক পেগ নির্জলা আগুন গলা দিয়ে নামতেই চন্দ্র
নেমে এল নীচে, অনেক কাছাকাছি
চাঁদের সাথে দূরত্ব এখন মাত্র কয়েক হাত
মাথার উপর লাল মেঘে ঢাকা কালো বিন্দু
বিনিতা দিদির কপালে এঁটে বসলে বেশ লাগে
চাঁদটাকে কেমন সিগারেটের ধোঁয়ার মত পানসে দেখাচ্ছে
টান দিলেই সিগারেটটা গনগনে, নইলে
ছাইয়ের আবরনে ঢেকে থাকে চাপা আগুন।

মেঘের পিছু নিয়েছি বেশ কয়েক যুগ ধরে
উপরে উঠে কেমন অহংকারী হয়ে উঠেছে
কখনো ত্রিশূলের ডগা দেখিয়ে, কখনো
সন্যাসীর জটা মেলে দিয়ে কেমন ভেল্কি লাগায়
মাকড়শার জালের মতো বিজলী ছড়িয়ে পড়লেই
মেঘের শূন্যতা দেখে বুকের ভেতর ধাক্কা লাগে।

পৃথিবীর সবচেয়ে কাঙ্খিত পুরুষটি গ্লাসে
ভদকা ঢালতে ঢালতে মেঘের বিন্যাস নিয়ে ভাবে
পৃথিবীর সবচেয়ে মোহময়ী নারী মাথার আরো উপরে উঠে
নিজেকে চাঁদ ভেবে নিজের রূপে নিজেই বিহবল।

রাত্তির গভীর হলে এক টুকরো মেঘ গড়িয়ে পড়ে চাঁদের বুকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৬-২০১৮ | ১৫:১৬ |

    ভিন্ন এক স্বাতন্ত্রতা। অন্তত প্রবাস বিভূঁইয়ে দেখা আমার পরিচিত এমন আবহ-শব্দ পড়ে … সত্যসত্যিই লিখাটিকে অসাধারণ লাগলো। অন্তত আমার কাছে বন্ধু তুবা। Smile

    GD Star Rating
    loading...
  2. ইলহাম : ২৭-০৬-২০১৮ | ১৫:৪৮ |

    অপুর্ব কবিতা। শুভেচ্ছা ও শুভকামনা সূপ্রিয় কবি শাকিলা তুবা!!!

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ২৭-০৬-২০১৮ | ১৭:৩৫ |

    পৃথিবীর সবচেয়ে কাঙ্খিত পুরুষটি গ্লাসে
    ভদকা ঢালতে ঢালতে মেঘের বিন্যাস নিয়ে ভাবে
    পৃথিবীর সবচেয়ে মোহময়ী নারী মাথার আরো উপরে উঠে
    নিজেকে চাঁদ ভেবে নিজের রূপে নিজেই বিহবল।

    লেখনি শক্তির প্রশংসা না করে পারছি না। দারুণ লেগেছে। শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ২৭-০৬-২০১৮ | ২৩:৩৮ |

    মুগ্ধতার অনাবিল আবেশ।

    GD Star Rating
    loading...
  5. আরণ্যক : ২৮-০৬-২০১৮ | ১৩:১২ |

    মোহাচ্ছন্ন লুকোচুরি; স্নিগ্ধতার প্রতিচ্ছবি। কবির জন্য শুভ কামনা।

    GD Star Rating
    loading...