ইচ্ছেরা সব
কথা ছিল রাত জাগব খোলা আকাশের নীচে
আধখানা ফানুস তুমি ওড়াবে
বাকীটা নিয়ে যাবে ঘন্টিঘরের পাহারাদার—
ইচ্ছে ছিল কবি হবো
জানি ঘুমোওনি আর শেষরাত্রির পর
তার বদলে কবিতার অত্যাচারী জনক মোহর কেনে
সোনার মোহরে তোমার ঘুম লেগে আছে,হুঁশিয়ার!
ভেবেছিলাম নীলাম্বর বালুচরীর কারুকাজ হবো
মহার্ঘ্য কিছু দুঃখ ওতে চুবিয়ে সিক্ততা দেখব
তোমার পাশবালিশে বাঁধা পড়েছে ডানা
উড়তে উড়তে প্রজাপতিটা কি দারুন কাঁপছে।
মন চেয়েছে শুধুই কুঁড়েঘর হতে
পা’য়েতে জড়িয়ে দেব সুখ, অয়ি সখী—
মিলনসুখেও আজ কেন জ্বলে যায় অন্তর!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"মন চেয়েছে শুধুই কুঁড়েঘর হতে
পা’য়েতে জড়িয়ে দেব সুখ, অয়ি সখী—
মিলনসুখেও আজ কেন জ্বলে যায় অন্তর!" ___ অসাধারণ ক'টি লাইন। অসাধারণ।
loading...
ভালবাসার মধুময় নিরযাষের বহিঃপ্রকাশ, লেখনীতে আপনার হাত বেশ সমৃদ্ধ। শুভেচ্ছা রইলো কবিি বন্ধু
loading...
অনেক অনেক সুন্দর কবিতা দিদি ভাই। নমষ্কার।
loading...
শুরু থেকে শেষ অবধি অনেক ভালো লাগা রইলো। এমনি হয়ত অনেক রাত জাগার কথা, কবি হবার, নীলাম্বর বালুচরীর কারুকাজ হবার, কুঁড়েঘর হবার ইচ্ছেগুলো বিলীন হয়ে যায় বিস্মৃতিতে…
loading...