দৃশ্যতঃ

দৃশ্যতঃ

আজ তোমাকে সাগর দেখাতে নিয়ে যাব
বাড়ীর পাশে যেমন দেখছ তেমন নয় মোটেও
সিগারেটে আচমকা হাত লেগে যাওয়া অনুভুতির মত
তোমার চোখেও ভয় জাগবে
এ জন্যেই গুরুজনেরা বলেন, সাগর দেখে খুশি হবার কিছু নেই
ও তো এক লহমায় উড়িয়ে নেবেই সব
কেবল ডুববে তুমি—

না হয় চলো তোমাকে পাখির পালকে লুকানো পোকা দেখাই
একটু একটু করে কেমন কেটে দেয় শক্ত মায়া
তুমি যেমনটা ভাবো, এ কিন্তু তেমন নয় মোটেও
যে কোন পোকাতেই রেশম হয় না
রঙের ঝিলিক দেখতে চাইলে কূল ছাপানো বন্যা দেখাই ভাল
কীটের যোগ্য শাস্তি কীটকুলেই আছে
তুমি পাখির পালকে লেপ্টে থেকে দুঃখ ভুলে যাও।

চাইলে তোমাকে দেখাতে পারি আকাশের শূন্যতা
রঙধনুর বিবর্ন আলো আর বুনো মহিষের মাতাল দৌরাত্ব
কিছুই দেখানো হয় না—সব ভুলে তুমি যাও সাগরের দিকে
আমি চেয়ে চেয়ে দেখি লোনা ফেনায় গলে যাওয়া ঐ শূন্য অবয়ব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৫-২০১৮ | ১৯:৪২ |

    আপনার প্রতিটি লিখা পাঁচ তারকা সম্মান পাবার যোগ্যতা রাখে বন্ধু তুবা। শুভন্ধ্যা।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২১-০৫-২০১৮ | ২৩:০৬ |

    আপনার লেখা যত পড়ি মুগ্ধ হই। শুভেচ্ছা রাখি দিদি ভাই। Smile

    GD Star Rating
    loading...
  3. একজন নিশাদ : ২২-০৫-২০১৮ | ০:৫৩ |

    মুগ্ধকর 

    GD Star Rating
    loading...