জলে জ্বলে তারাফুল ২
নিজেকে এত বিপন্ন মনে হয় কেন?
মনে হয় ছায়ায় ভেসে যাচ্ছে ঝুমকোলতা
প্রজাপতি আর উড়বে না ঝিলিমিলি ঢেউনৃত্যে
আমি মানুষ থেকে ক্রমাগত পাহাড় হয়ে যাচ্ছি
ঠেলে ফেলছি নিজেকেই অপার চূড়া থেকে
নীচে কি আদৌ বয়ে যাচ্ছে ফেনায়িত শীতল জল?
আমি ছায়া ধরে রাখতে শিখিনি
তাই রাতটা আমার ভরা যৌবনের ছায়া
ডুবে যাচ্ছি বিষন্ন তামাবিলের চৌচির মায়ায়
বিপন্ন নিজেকে নিয়ে ভাবনা আর নেই
উড়তে না জানলেও ঘুরে দাঁড়াতে শিখে গেছি
বিদায় তোমাকে, যে তুমি ভালবাসি বলে বলেও
আসলে ভালবাসোনি কস্মিনকালেও—
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার লিখা মানে নিরাভরণ মুগ্ধতা। শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু তুবা।
loading...
মুগ্ধ হই দিদি ভাই।
loading...