অন্তঃপুরে
দরজা বন্ধ হয়ে গেলে দেখো কি রকম লাগে
দেখো কি রকম নামে সন্ধ্যা জনবহুল বৃক্ষে
গরল যদি এতই নিষিদ্ধ আমিও খাবো তার কুফল
চোরাবালিতে ডুবে মাংসের চিন্তা করতে আমারো ভাল লাগে
তুমি দরজা বন্ধ করে দাও, আমি ভয় পেতে ভালবাসি।
প্রাচীন কর্মব্যাস্ত শহরের ছোঁয়া এ কালেও লেগেছে
তুমি তাই দ্বিধাহীন ঘোষনা দিতে পারো এখনো
মদির রাতগুলোতে দক্ষ প্রত্নতাত্বিকের মতো খোঁড়ো নাগরিক পা
ফাঁপা অস্থিগুলো জোড়া লাগিয়ে দেখো বিস্মৃতির নৃত্য
তুমি ভুলেই যাও সব, আমি ভুলের মাশুল দিতে পারঙ্গম।
নিজ হত্যাকারীর প্রতিবিম্ব দেখোনি প্রদীপের তেলে
নির্লিপ্ত সুখে চিরকাল তুমি দরজা বন্ধ করতেই অভ্যস্ত
একবার যাপন করো রাত্রি ঘাতকের লালচক্ষু পাতায়
বন্ধ শহরের কালো আকাশ দেখো কেমন ভয় জাগায়
তুমি ডেকে যেও সারারাত, আমি দরজা বন্ধ করে দিলাম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সলিড কবিতা। এখানেই প্রশ্ন এখানেই উত্তর। এখনে দরোজা এখনেই বন্ধ।
loading...
পড়তে পড়তে কখন যে মুগ্ধতার আবেশ ছড়িয়ে গেলো বুঝলাম না। অপূর্ব।
loading...
"তুমি ডেকে যেও সারারাত, আমি দরজা বন্ধ করে দিলাম।"
অসাধারণ! মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি!
loading...
দারুনভাবে আপ্লুত হলাম। শূভেচ্ছা অবিরাম
loading...