ভালবাসি কাঁচের চোখ
বলেছিলে, ভেতরে নদীর পাড় ভাঙ্গছে, শব্দ পেয়েছ?
আমি তখন মগ্ন উড়ন্ত প্রজাপতির রঙ্গিন পাখায়-
বেসামাল দেহ, লতায়-পাতায় বাঁধা পড়েছে
নেশায় টলমল পা নিঃশব্দে গিয়ে দাঁড়ায় তোমার দুয়ারে
এক পশলা বৃষ্টিতে ভিজেয়ে বলেছিলে, পাড় ভাঙ্গছে—
বলা হয়নি, সব অহমিকা ভেঙ্গেছে তোমায় ভালবেসে।
দায়ে পড়ে নয় এ সমর্পণ, যা এসেছে জয়ে
প্রচ্ছন্ন ছিলাম এখানে-ওখানে কোথাও
নিঃসংশয়ে বিশ্বাসের পারদ উঠে যায় আরো উপরে
দুলে দুলে শিহরণ তোলে নির্ভরতার ঝুলনা
বুকের ভেতর ভেঙ্গেছে সহস্র আতর শিশি,
শেষ রাতে আজকাল তোমার কাঁচের চোখ ভালবাসি।
ভালবাসি তোমার অলস বেলা, ব্যস্ততা।
ভালবাসি তোমার বাচালতা, দস্যিপনা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লিখার সমালোচনার যোগ্যতা আমার নেই বন্ধু শাকিলা তুবা।
এই টুকু বলতে পারি আমার কাছে ভালো লাগে আপনার লিখা। যেমন বরাবরই লাগে।
loading...