বাঁক

যদি আবার দেখা হয়ে যায়, ভাবব
এই দেখাটার প্রয়োজন ছিল না
তবু বলব, কেমন আছে তোমার কৌলিণ্য?
কেমন আছে ছেলেমেয়ের মিঠে নদী-নালা?

তুমিও চাওনি বলেই ভাববে,
কেন যে দেখা হয়ে যায় এভাবে!
মুখ বলবে, অমন সুন্দর জমিন হারিয়ে ফেললে? কিংবা,
অহংকারগুলো কোথায় লুকোলে?

আমি তখন ফিকফিক করে হাসব
আমি তখন হাতের মুঠো খুলে জোনাক দেখাব
কেটে ফেলা চুলের শোকে ঘুরে দাঁড়াব
ফিরে আসতে আসতে ভাবব, যত্তোসব ছেলেমানুষি!

শুধু তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ থাকা যায়
তোমার বুকের ব্যাথাটা বেড়ে যাবে
তুমি ভাবতে শুরু করবে, আসলে ভুলটা কোথায় ছিল?
আমি তো জানি, দেখা হয়ে যাওয়াটাই ছিল ভুল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৬-২০১৭ | ১৮:১১ |

    ইউনিক এ্যাণ্ড কমপ্লিট। ভীষণ সুন্দর আঙ্গিকের একটি কবিতা।
    ___ অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...