জলবাষ্প
যদিও জানি অবহেলা
ফুলকেও করে জড়
জীবনকে দেয় দুইমুখ
সাপের আদল
কিছু ঋণ রয়ে গেছে,
কিছু দায় যদিও
মনমেঘ সরালে চাদর
তোমার কাছেই যাব।
পথ, যা দিয়েছিলাম ফেলে
সে যেন গিয়ে মিশেছিল
তোমার নীরবতার পারে,
কিছু ভুল এখনো
পড়ে আছে ঐখানে
অবাক জোনাকীর ভিড়ে
তুমি ছিলে জানি তবে
বাঁশী যেন বাজে এইখানে আজো।
তোমার কাছে যাব বৃষ্টি এলে বা না এলেও।
২
অসুখ
আমি মৌয়ালি- আমি চাক ভাংবো,
তোমার ভূগোল থেকে পৌঁছে যাব আমি,
পৌঁছে যাব অন্য কোথাও
জেগে ওঠো প্রেম
আসো গন্ধম বৃক্ষের নিচে সংসার পাতি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
জলবাষ্প,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তোমার নীরবতার পারে, কিছু ভুল এখনো
পড়ে আছে ঐখানে অবাক জোনাকির ভিড়ে
তুমি ছিলে জানি তবে এখন বাঁশী বেজেছে এইখানে।
loading...
তোমার কাছে যাব বৃষ্টি এলে বা না এলেও।
ভালো লাগা অশেষ !
loading...
** প্রিয় কবি, আগের মত সরব উপস্থিতি চাই…
loading...
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।
loading...