সম্পর্ক সব সময় সরল রেখা নয়
জটিল ধাঁ ধাঁ’র মতোও হয়ে থাকে
সব সম্পর্কেই টাইম বোমার কিছু সংখ্যা থাকে
গুপ্ত রিমোটের হুমকিও থাকে
মধুতে, তিক্ততায় মিশে একটা সাপ শুয়ে থাকে
ধুয়ে মুছে তাজা করলেও তিরতির ফেটে যায় কাঁচের গেলাস।
কোথাও কোথাও মাহুত ছুটিয়ে নেয় হাতি
কোথাও হাতির শুঁড়ে উঠে আসে আস্ত কলাগাছ
ছোট্ট একটা মূহুর্তের নাম হয়তো সম্পর্ক
একসাথে অনেক পথ চলেও কখনো পথিক অচেনাই থাকে।
কৌটো খুলে দিলেই উড়ে যাবে পাখি সব
চিড় ধরা গ্লাস উপুড় হয়ে পড়ে থাকে রেকাবীতে।
তবে কি সম্পর্কের আলাদা কোন সংজ্ঞা নেই?
চায়ের কাপ আর পিরিচের সখ্যতা?
পিরিচ সরিয়ে নিলেই যে যার মত স্বাধীন!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সম্পর্ক সব সময় সরল রেখা নয়
জটিল ধাঁ ধাঁ’র মতোও হয়ে থাকে।
___ কথাটিকে আমি চিরন্তন সত্যের মধ্যে ফেলতে চাই প্রিয় কবিবন্ধু তুবা।
loading...
বাহ! ভালো লাগলো
loading...