কুকুরজনম

রাতদিন একাকার হয়ে পরিশ্রম করে যাচ্ছি
আমি একটা কুকুর—
দশহাত জিভে টেনে নিচ্ছি আদর
চামড়ায় জ্বলন্ত কয়লা ঢেলে দিলে প্রভু
আমি তবু কেঁউ কেঁউ করে বশ্যতা মানি।

ভাদ্রমাসের সঙ্গমে আটকে গেছে শিশ্ন
ইট-পাটকেল গায়ে পড়লে বিযুক্ত হব
মহল্লার পট্টিহীন, বেওয়ারিশ কুকুরদের দেখি
গলার চেন টেনে নিলেও ফিরে ফিরে তাকাই
মানুষের সাথে কুকুরজন্মের ফারাক বেশ বুঝি।

প্রভু আমি আপনার পায়ের কাছে পড়ে আছি
আপনি চাইলে চোর ধরে দেব
ধন্য আপনার মানব জীবন
কি দুঃসাহস আমার, চেটে দিচ্ছি আপনার পা—
মার্জনা করবেন, পা’টা না হয় ধুয়েই আসুন প্রভু।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ২৩-০৪-২০১৭ | ১২:৪৫ |

    “মহল্লার পট্টিহীন, বেওয়ারিশ কুকুরদের দেখি
    গলার চেন টেনে নিলেও ফিরে ফিরে তাকাই
    মানুষের সাথে কুকুরজন্মের ফারাক বেশ বুঝি।”

    শুভেচ্ছা জানবেন কবি। শুভ কামনা নিরন্তর…

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৩-০৪-২০১৭ | ১৩:০০ |

    লিখাটি আপনার সাধারণ অন্যান্য লিখা থেকে পূর্ণ আলাদা। বেশ শক্তিশালী।

    GD Star Rating
    loading...
  3. মোকসেদুল ইসলাম : ২৩-০৪-২০১৭ | ১৪:০৯ |

    ভালো লাগল

    GD Star Rating
    loading...