সংযোগ

তোমার সাথে আমার আর দেখা হবে না
হবেনা মানে হবেইনা
তুমি ডান দিকের দরজা খুলে বাঁদিকে ঢুকবে
আকুলি বিকুলি করবে
কি কি ভুল হয়েছিল মনে করবার চেষ্টা করবে
তোমার সব মনযোগ জুড়ে থাকব আমি
আমার অবশ্য খুব একটা ক্ষতি হয়নি
তুমি অবিবেচকের মতো চলে গিয়েছিলে, এই তো
এটা আর এমন কি ক্ষতি বলো!

আস্তে আস্তে তোমার মনে পড়তে থাকবে
ওই দিনটার কথা
যেদিন আমাকে বাজে কথা বলেছিলে
সবিতা নামের মেয়েটার কথা গোপন করেছিলে
আর আমাকে বিশ্রীভাবে একঘেঁয়ে বলেছিলে
তোমার সব মনে পড়তে থাকবে।

আমি যেহেতু সব ভুলে গেছি
আমি যেহেতু তোমাকেও ভুলে গেছি
আমার খুব একটা মন খারাপ হবে না।

তুমি দরজা খুলে আলো দেখাবার ছলে আমাকে
দেখতে চাইবে
তুমি সেতারের বাজনাটুকু নতুন করে শোনাবে
আর আমরা দুজনেই সুরে মগ্ন হতে হতে ভাববো
ভাগ্যিস আমাদের কখনো বিচ্ছেদ হয়নি
তাই তোমার সাথে আমার আর দেখা হবেনা
হবে না মানে হবেইনা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০৩-২০১৭ | ১৫:২০ |

    “আমি যেহেতু সব ভুলে গেছি
    আমি যেহেতু তোমাকেও ভুলে গেছি
    আমার খুব একটা মন খারাপ হবে না।”

    ___ সেটাই ভালো। বাস্তবতা সঠিক হলে ভুলে যান প্রিয় কবিবন্ধু তুবা। Smile

    GD Star Rating
    loading...
    • শাকিলা তুবা : ৩০-০৩-২০১৭ | ১৫:৩৮ |

      ভুলেই যায় মানুষ। শোক বেশীদিন সইতে পারেনা কেউই।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ৩০-০৩-২০১৭ | ১৬:২৯ |

    সবকিছু ভুলে যাওয়া যায়না .. তবুও আমরা ভুলতে চেষ্টা করি .. ভীষণ ভালো লিখেছেন ..

    GD Star Rating
    loading...
    • শাকিলা তুবা : ৩১-০৩-২০১৭ | ২৩:৪৩ |

      সত্যিই তাই। অনেক ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  3. শাফি উদ্দীন : ০৩-০৪-২০১৭ | ১০:১২ |

    তুবা, দারুণ আবেগ সুন্দর রুপে প্রকাশ হয়েছে।

    GD Star Rating
    loading...