–আজ ফ্যাকাল্টি ওসব কি বলছিল উল্টাপাল্টা?
–কোন সব?
–উম, ওই যে এই সেমিস্টার নিয়ে?
–কি জানি!
–আশ্চর্য! মনোযোগ ছিল কোথায়?
–ছিল না, ছিল না—মনোযোগ ছিল ফ্যাকাল্টির ব্লো-কাট ওয়েইভ এ!
শি ইজ ড্যাম সেক্সি ইয়ার! ওফ
–কি ওফ? এ—ইইইই—হোহোহো
–রিয়েলী………
–ইজ ইট? আই ডোন্ট থিংক শি ইজ দ্যাট হট………
–হুম, ব্রিলিয়ান্ট ইউ—
টার্ম পেপার জমা দেইনি এখনো আসলে তখন সেটাই ভাবছিলাম
–কি? এখনো জমা দাওনি?
–হাহাহা—আই এম…আই এম…আই এম অল অব মি…(গুণগুণ গান)
–ওহোওওও, ক্রাশ ফরটি?
–ইয়েস, ক্রাশ ফরটি!
(মেয়েটিও গেয়ে ওঠে)
ক্যান ইউ সি অল অব মি
ওয়াক ইনটু মাই মিস্ট্রি
স্টে ইনসাইড এন্ড হোল্ড অন ফর ডিয়ার লাইফ
(এবার দুজনেই সমস্বরে), ডু ইউ রিমেমবার মি
ক্যাপচার ইউ অর সেট ইউ ফ্রি
আই এম অল এন্ড আই এম অল অব মি…………
–অনেক রাত তো হলো, ঘুমাবি না?
–আবার?
–কি আবার?
–আবারো তুই-তোকারী?
–তাহলে কি?
–ক’দিন পর আমি তোমার জামাই হব হে বালিকা
–বলেছে! বিয়ে? এন্ড মি? নট এট অল, হিহিহি—
–জামাইকে এসব বলে না বেইব
–জামাই আবার কি? বলো, বর
–ইন্টারেস্টিং!! হাহাহা—
আমি তোমার বর হব! বর!!
এই বর মানে কি রে?
–বর মানে গিফট। ইউ উড বি দ্য প্রেশাস গিফট ফর মি
–রিয়েলী?
–ইয়াপ
–দেন গিভ মি আ কিস
–নোওওওওওপ
–প্লীজ
–নট টুডে
–প্লীইইইইজ
–ওকে……উম্মাহ
–ওয়ান মোর
–উম্মাহ, উম্মাহ, উম্মাহ
–উম্মাহ, উম্মাহ, উম্মাহ—আই লাভ ইউ মা’ সুইটকর্ন
–আই লাভ ইউ টুউউউউ ডিয়ার সুইট পাই…
সেলফোনে সারারাত সবুজ আলো নেভে-জ্বলে
টুংটাং বেজে বেজে ওঠে বারান্দায় উইন্ডচাইম
সব যুগেই স্বপ্ন তার নিজস্ব ভঙ্গিতে এগিয়েছে
মেয়েটা রূপোলী ক্লিভেজ আর ফ্যাশনের ঘুড়ি
ছেলেটা সোনালী ফেন্ডার স্ট্রিংস আর সুতোওয়ালা নাটাই।
সকাল হলেই ক্লাসে ক্লাসে সবাই অচেনা
পরবর্তী দিনে চাইলে বদলে নেবে পার্টনার
অন্যদিনে, অন্যরাতে
আবার জমবে রাতকথা সেলফোনে
সুরে-সুরে, গানে-গানে, একই কথা ঘুরেফিরে……..।
loading...
loading...
পূর্ণেন্দু বাবু’র কথোপকথন এর চাইতে কম নয় আপনার সৃষ্টি। অনন্য।

loading...
তাই নাকি!
আপনাকে ধন্যবাদ।
loading...
লেখাটায় ইংলিশ শব্দ ব্যবহার হয়েছে মনে হয়।
তাই তেমন একটা বুঝিনি।
আমি ইংলিশে কাছা।
শুভেচ্ছা রইলো
loading...
আমিও ইংলিশ বুঝি না ভাই, না বুঝেই অল্প বয়সী ছেলেমেয়েদের কথা শুনে শুনে লিখে ফেলেছি। ভালো করেছি না?
loading...
জ্বি তুবা আপু কবিতার মাঝে অনেক নতুনত্ব পেলাম
লেখায় অনেক পরিবর্তন এনেছেন—–
loading...
চেষ্টা করলাম আর কি! অনেক শুভেচ্ছা।
loading...
সেলফোনে সারারাত সবুজ আলো নেভে-জ্বলে
টুংটাং বেজে বেজে ওঠে বারান্দায় উইন্ডচাইম
সব যুগেই স্বপ্ন তার নিজস্ব ভঙ্গিতে এগিয়েছে
মেয়েটা রূপোলী ক্লিভেজ আর ফ্যাশনের ঘুড়ি
ছেলেটা সোনালী ফেন্ডার স্ট্রিংস আর সুতোওয়ালা নাটাই।
loading...
loading...