আমার কারো করুণার দরকার নেই’ — এটি একটি চরম অহঙ্কারী ধারণা। মানুষ প্রতি মুহূর্তে অন্যের উপর নির্ভরশীল। করুণা, সহমর্মিতা যখন মানবসমাজ থেকে উধাও হয়ে যায় তখন সেটা প্রতিটি মানুষকে নিরাশ্রয় নিরাপত্তাহীন করে তোলে।
.
সে যখন শিশু ছিল তখন সে একটু স্নেহদৃষ্টির জন্য, একটু আদর পাওয়ার জন্য সবার চোখের দিকে তাকিয়ে থাকত। অন্যের সহায়তা ছাড়া এক ফোটা পানিও সে খেতে পারত না। আবার বার্ধক্যে একই অবস্থায় সে পতিত হয়।
.
আত্মাহীন সমাজে অর্থ দিয়ে অধিকাংশ বৈষয়িক প্রয়োজন পুরণ করা যায় বলে মানুষ যৌবনে কিছুটা আর্থিক সঙ্গতি প্রাপ্ত হলেই অহঙ্কারী হয়ে ওঠে, আর বলে – আমি কারো করুণা, দয়া চাই না। আমি কারো খাই না। এর পরোক্ষ অর্থ হচ্ছে, সে নিজেও কাউকে করুণা আর দয়া করা থেকে, অন্যকে খাওয়ানো থেকে দায়মুক্ত হতে চায়।
.
একটা সময় ছিল, মানুষ অতিথিপরায়ণ ছিল। অথচ বর্তমানে তারা আত্মীয়-স্বজনকে আপদ মনে করে, মৌখিক সৌজন্য রক্ষা করাকেও কষ্টকর মনে করে। কাউকে কালেভদ্রে সহায়তা করলে সারাজীবন সেই উপকারের কথা অন্যের কাছে বলে বেড়ায়।
.
স্রষ্টা পরম করুণাময়। তার প্রতিভূ মানুষ যদি করুণাহীন ও নির্দয় হয়ে যায় তাহলে কেবল স্বার্থের উপর ভিত্তি করে বেশিদিন সমাজ টিকে থাকতে পারে না। চতুর্মুখী স্বার্থের দ্বন্দ্বে তা মানুষের বাসযোগ্যতা হারিয়ে ফেলে। এই সমাজে প্রতিটি মানুষকে প্রতিটি মুহূর্তে নিজের জীবন ও সম্পদকে অন্য মানুষের হাত থেকে রক্ষার জন্য উৎকণ্ঠিত থাকতে হয়।
.
বাড়ির দরজায় দারোয়ান রাখতে হয়, সিসি ক্যামেরা স্থাপন করতে হয়, রাস্তায় রাস্তায় পুলিশ রাখতে হয়, সেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য ষড় ইন্দ্রিয় খাড়া রাখতে হয়। করুণাহীন সমাজের এটাই বাস্তবতা।
loading...
loading...
‘স্রষ্টা পরম করুণাময়। তার প্রতিভূ মানুষ যদি করুণাহীন ও নির্দয় হয়ে যায় তাহলে কেবল স্বার্থের উপর ভিত্তি করে বেশিদিন সমাজ টিকে থাকতে পারে না। চতুর্মুখী স্বার্থের দ্বন্দ্বে তা মানুষের বাসযোগ্যতা হারিয়ে ফেলে। এই সমাজে প্রতিটি মানুষকে প্রতিটি মুহূর্তে নিজের জীবন ও সম্পদকে অন্য মানুষের হাত থেকে রক্ষার জন্য উৎকণ্ঠিত থাকতে হয়।’
___ সর্বৈব সঠিক বলেছেন মি. সালজার রহমান সাবু।
loading...
আমার কারো করুণার দরকার নেই’ — এটি একটি চরম অহঙ্কারী ধারণা। মানুষ প্রতি মুহূর্তে অন্যের উপর নির্ভরশীল। করুণা, সহমর্মিতা যখন মানবসমাজ থেকে উধাও হয়ে যায় তখন সেটা প্রতিটি মানুষকে নিরাশ্রয় নিরাপত্তাহীন করে তোলে।- সহমতে আছি।
loading...