বাংলাদেশে সফটওয়্যার শিল্পের বিকাশের বিশাল সম্ভবনা আছে। বাংলাদেশের নতুন প্রজন্ম অত্যান্ত মেধাবী আর জাতিগতভাবে পরিশ্রমি। যদিও রাজনীতিতে ক্ষমতার দ্বন্ধে অবৈধ উপায়ে নির্বাচন করে তাকে বৈধতার প্রলেপ দেয়ার জন্য সরকার কর্তৃক নানাবিধ পদক্ষেপ দূর্ণীতির ধাবিত করছে তথাপিও এই সরকার এই শিল্প বিকাশের কথা বলছে বারবার। কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই শিল্পের বিশাল সম্ভবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ
মহল।
প্রতিবন্ধকতাসমূহঃ
দক্ষ সফটওয়ার ডেভেলপারের অভাব।
দক্ষ সফটওয়্যার ডেভেলপার হতে হলে দরকার প্রচুর অনুশীলন। তাই প্রথম সেমিস্টার থেকেই তা শুরু করতে হবে। পাঠ্যক্রমে যা আছে শুধু তার ভেতর সীমাবদ্ধ থাকা যাবেনা। পরীক্ষায় ভালো ফলাফলের সাথে ভালো সফটওয়্যার ডেভেলপারের কোনো সম্পর্ক নাই। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য লেখা পড়া করার বাইরে অতিরিক্ত সময় বের করে প্রোগ্রামিং অনুশীলন করতে হবে।
অনেক শিক্ষার্থীই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ করছে, বিষয়টিকে পজেটিভে ভাবে দেখছেন বিশেষজ্ঞরা। যেহেতু তারা উন্নত দেশের কাজগুলো করছে সেহেতু মার্কেটে টিকে থাকতে তাদেরকে প্রফেশনাল হতে বাধ্য করছে। বিশ্ববাজার এ নিজের অবস্থানকে তুলনা করার সুযোগ পাচ্ছে। যা তাদের এবং বাংলাদেশের ভবিষৎতের জন্য খুবই গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
তবে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন।
অবকাঠামো উন্নয়নে যে দুই-তিনটি বিষয় এ এখন খুব বেশী গুরুত্ব দেয়া দরকার বলে মন করা হচ্ছে তা হলোঃ
১. সার্বক্ষণিক বিদ্যুৎত নিশ্চিত করা
২. বিভাগীয় সহর গুলোর সর্বত্র সার্বক্ষণিক উচ্চগতীর ইন্টারনেট নিশ্চিত করা (ভুলে যেতে হবে ইন্টারনেট সংযোগ নাই বলে কোনো বিষয় আছে)
৩. কপিরাইট আইনের সঠিক বাস্তবায়ন (পাইরেসি)
৪. ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং কে আরো সহজ করা
৫. বড় বড় IT কোম্পানিগুলোর জন্য IT পার্ক করা এবং শহরের নিরাপত্তা বৃদ্ধি করা
হয়ত সবই হবে, তবে যত তাড়াতাড়ি হবে তত আমরা তাড়াতাড়ি এগোব।
বর্তমান সরকার যদি শুধু উন্নযনের শ্লোগানে না থেকে সঠিক পদক্ষপে এগিয়ে আসেন তবে সকল প্রতিবন্ধকতা সহজে উৎরে যাওয়া সম্ভব।
loading...
loading...
অত্যন্ত প্রয়োজনীয় উপস্থাপন।
আশা করি আমরাও একদিন বাঙ্গালোরের IT নগরীতে বাস করব। তবে স্ব প্রনোদনায় এগুতে হবে! কারও সাহায্য আশা করা বৃথা।
loading...
বাঙ্গালোরের মত IT নগরী
loading...
আসসামু আলাইকুম।
পর সমাচার এই যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি তো প্রয়োজনীয় পোষ্ট হবেই এটাতো জাতীকে বিভ্রান্তকারী কবিতার পোষ্ট নহে। আপনাকে কবিতা ইত্যাদি লেখা পড়া ইত্যাদি সবকিছু ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি।
আল্লাহু হাফিজ।
loading...
বর্তমান সরকার যদি শুধু উন্নয়নের শ্লোগানে না থেকে সঠিক পদক্ষেপ এগিয়ে আসেন তবে সকল প্রতিবন্ধকতা সহজে উৎরে যাওয়া সম্ভব। সঠিক বলেছেন।
loading...
আসসালামু আলাইকুম ওয়ান এন্ঢ অনলি ওয়ান মুরব্বী।
আপনি বলে দিলেন সঠিক বলেছি তাহা হইলে কি ইহা সঠিক হইবে। ব্যাখ্যা করে বলুন কেন সঠিক বলেছি, দ্বীমত থাকলে মত প্রকাশ করুন।
ভাল থাকার চেষ্টা করুন, না হলে খবর আছে।
আল্লাহ হাফিজ।
loading...
আমাদের শিক্ষাব্যবস্থার যে হাল তাতে এখনকার বাচ্ছাদের সৃজনশীল সব বুদ্ধি লোপ পাওয়ার সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে। লেখাপড়ার বাইরে অতিরিক্ত সময় বের করার সময় কোথায় তাদের?
তাই আপনি যত সম্ভাবনা দেখছেন আমি দেখছি না।
খোদা হাফেজ।
loading...
শহরের নিরাপত্তা বৃদ্ধি করা
আপনার লেখার এই অংশটি আমার কাছে খুব গুরুত্বপুর্ন মনে হয়েছে । আমি আরো একটু যুক্ত করতে চাই শুধু শহরের নিরাপত্তা নয় সারাদেশেরই নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।
যেখানে নিরাপত্তা নেই সেখানে কেউ বিনিয়োগ করবে না।
loading...
দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা।
হাই হ্যালো।
আপনি যে বিষয়ে দৃষ্টিপাত করেছেন তার মধ্যে যে বিষয়টি আমার দৃষ্টিতে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী তা হলো ইন্টারন্যাশনাল ব্যাংকিং সহজ করা। দুষ্ট লোকের দুষ্ট চিন্তা খেলা করে আবার যাতে ব্যাংকের টাকা সহজে লুট করা যায় তার ব্যবস্থা করা না তো।
আপনার কল্যাণ হোক।
loading...