অনেক গুলো বছর নিষুপ্তি আঁখি ক্রান্দনে পাথর,
পাহাড়ি ঝর্না নেমে এসেছে যেন গাল বেয়ে;
কার শোকে ঝরে অবিরাম?
শোকাবহ অশ্রু গড়িয়ে পড়ে প্রিয়তমার ফুলশয্যার বালিশে!
আমার বক্ষের কাছে কষ্টের সূচনা
প্রাণজুড়ে অভিমান,
অলংকারে সজ্জিত দেহ তোমার-
লুটিছে আজ কোন জন?
তিমির কালো নয়নে এঁকেছ মেঘপুঞ্জ কাজল!
আমি ভাঁসি দুঃখে স্বরিৎ জলে ধরিতে তোমার আঁচল।
সুখ-দুঃখ , আনন্দ বেদনার অতীত কিছু স্মৃতি-
প্রতিবাক্য ছুড়িছে কেবল স্বৈরাচারী নীতি;
আমরা এখন আমাদের মত নিত্যশত্রুর ন্যায়-
আকাঙ্ক্ষা মোদের অন্যান্য সংকেতে খাঁদে পড়ার ভয়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনেক গুলো বছর নিষুপ্তি আঁখি ক্রন্দনে পাথর।
প্রথম লাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে মি. নূর হোসেন। শুভেচ্ছা সহ শুভ সকাল।
loading...
চমৎকার ,
শুভেচ্ছা জানবেন
loading...
লুটিছে আজ কোন জন?
তিমির কালো নয়নে এঁকেছ মেঘপুঞ্জ কাজল!
আমি ভাসি দুঃখে স্বরিৎ জলে ধরিতে তোমার আঁচল।
loading...