কারণে – অকারণে
জুতো – সেলফোন – মানিব্যাগ হারানোর মতো ভয়
আজকাল বড্ড ভুলে যাচ্ছি গাণিতিক সূত্র
মানচিত্র ধরে আগাতে গেলে নানা প্রশ্নে জেরবার হই হারিয়ে ফেলার তেত্রিশ বছরের এই জীবন
কতো কিছুই তো হারালাম
শৈশব হারালাম – বাবার কোল হারালাম
হারিয়ে ফেললাম কৈশোর
যৌবনও হারিয়ে ফেলার পথে সাহসের

