ভাষা হোক সৌহার্দের বন্ধন ট্যাগের সব লেখা

সৌহার্দ্য
এপার-ওপার দুই বাংলা
একই মায়ের স্বপন;
সুখ পাখিটা ঘুরে উড়ে
করে মিতালী বপন। স্বপন রাঙা একই আকাশ
অভিন্ন রঙধেনো;
কাব্য কথায় আঁকি আলেখ্য
মোরা পর নই জেনো! আল্পনাতে এপার-ওপার
ভাষা মোদের খেয়া;
সৌহার্দ্য হোক দুই বাংলার
মা’য়ের স্নেহে দেয়া। জ্যোৎস্না ছড়ায় চাঁদমামা ঐ
রাতে হাজার তারা;
দু’বাংলা থাক একই মঞ্চে
“সৌহার্দ্য” হোক সাড়া। কাঁটাতারে ভিন্ন ভূমি
অভিন্ন ভাষা’ দেহ;
জড়িয়ে রাখে পড়ুন
ছড়া ও পদ্য | | ১৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৭২ বার দেখা | ৪৯ শব্দ