বিরহের কবিতা ট্যাগের সব লেখা

একাকীত্বের ঘোর
সারাদিন শেষে যখন আমি একা হয়ে যাই,
তখন পিছনে যেতে থাকি আমি; বর্তমান ছেড়ে-
অল্প অল্প করে চোখের সামনে স্পষ্ট হয় তোমার মুখ, হাসি এবং চিহ্ন,
মনে হয় যেন, তুমি দূরে যাওনি- এখানেই আছো আমার হাতে স্পর্শ হয়ে।
ফিরে যেতে যেতে আমি থেমে যাই একটা সময়ের মধ্যে, যার পড়ুন
কবিতা | , | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪৯ বার দেখা | ১২৩ শব্দ
একদিন আমি ফুরিয়ে যাবো
একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো, শূন্যে মিলাবে আমার অস্তিত্ব,
তখন এইসব মায়াভরা রাতে আমি আর একাকী ঘুমহীন চোখে তোমাকে ভাববো না।
তখনও আসবে হিম কুয়াশা, ফোটা ফোটা ঝরবে শিশির শুকনো কাচা ঘাস পাতার শরীরে,
মেঘ ভাসবে হাওয়ায়, একই ঝুম ঝুম শব্দে নেমে আসবে বৃষ্টির দল,
তারারা জ্বলবে পড়ুন
কবিতা | , , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১৮ বার দেখা | ১০৩ শব্দ
তুমি বলেছিলে আমাকে তুমি ভালোবাসো,
আমি আনন্দে আত্মহারা হয়ে তোমার কাছে নিজেকে সমর্পণ করেছিলাম।
আমার যাকিছু ছিলো, যত স্বপ্ন, যত ইচ্ছে-আকাঙ্ক্ষা, যত চাওয়া,
এসবের কোন কিছুই আমার নিজের করে রাখতে পারিনি আর,
কেবল তোমার নামে লিখে দিয়েছিলাম এভাবে আমার যাকিছু আদ্যোপান্ত সব। তুমি বলেছিলো আমার হাতে হাত রেখে একসাথে পড়ুন
কবিতা | , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯১ বার দেখা | ১৫৭ শব্দ
রং নাম্বার
রং নাম্বার
যত্তবার তোমার মনের
নাম্বারে কল দেই
তুমি ততবার ব্যস্ত থাকো। তোমার মনের নাম্বারে
অনেক কলে আসে
রাকিবের কল আসে
সোহেলের কল আসে
মামুনের কল আসে
কত যে নামের রং নাম্বার ফোন দেয় তোমার মনের নাম্বারে! তুমি তা ইয়ত্তা করতে পারো না
তুমি কাকে ঠাঁই দিবে
কাকে ভালবাসবে
কার সঙ্গে রঙ্গ পড়ুন
কবিতা | , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২২৮ বার দেখা | ৬২ শব্দ ১টি ছবি
সইতে পারিনা আর
সইতে পারিনা আর
এত অবহেলা আমি আর সইতে পারিনা প্রিয়,
সইতে পারিনা এত বেশি উপেক্ষা আর।
এত বেশি ঝাঁঝালো দুপুরের রোদ,
নিতে পারিনা আমি আর চোখে সয়ে।
ম্লান হয়ে আসে সকল অনুভূতি শিরায় শিরায়,
সংকুচিত হয়ে যায় সকল আবেগ অন্তর আত্মায়।
ধীরে চারপাশ ঘিরে ধরে গভীর ঘন অন্ধকার,
কুড়েকুড়ে খায় পড়ুন
কবিতা | , , | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১৬ বার দেখা | ৬৯ শব্দ ১টি ছবি
আমি বুঝে গেছি
আমি বুঝে গেছি
শহর জুড়ে সুদর্শন যুবকদের ভির, ওরা বাহ্যিক লাবণ্য দিয়েই,
কেড়ে নেবে প্রতিটা তরুণীর ঘুম, মন, মগজ, সত্তা-দেহ।
আমি কুৎসিত, আমি পারবো না তার কিছু,
আমি পারবো না কারো ভিতরে এতটুকু প্রভাব ফেলতে কোনদিন।
অন্যকারো ভিতরে পঁচা মানসিকতা থাকলেও,
বাইরের সৌন্দর্যের আড়ালে ঢেকে রাখতে পারবে সব।
আমার পড়ুন
কবিতা | , | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৭৬ বার দেখা | ১৮৩ শব্দ ১টি ছবি
নিয়মের খেলা
নিয়মের খেলা
অজস্র দক্ষ সংসারী পাখি,
হঠাৎ একদিন পথ ভুল করে,
হারিয়ে যায় অবেলার হাওয়ায়।
সারারাত পাহারায় থাকা,
নামহীন নক্ষত্রও আচমকা কখনো,
খসে পড়ে নিভে যায় গভীর অন্ধকারে।
এমনই কত যত্নে মোড়ানো ভালোবাসাও,
ধীরে ধীরে কোন একদিন,
মরে যায় কেবলই অবহেলায়।। ২৭/১০/২০২০ পড়ুন
কবিতা | , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৮৪ বার দেখা | ৩১ শব্দ ১টি ছবি
অনু কবিতা- ৩০২
অনু কবিতা- ৩০২
কেন অকারণে দুজনেই পুষি কষ্টের পাখি?
মুখ বুজে চুপ করে থাকা মন জুড়ে ডাকাডাকি ০৪/০১/২০২১ পড়ুন
কবিতা | , | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৫৩ বার দেখা | ১৩ শব্দ ১টি ছবি
অনু কবিতা- ৩০১
কোথায় যেন আজও রয়ে গেছে সে নিকটে আমার,
রয়ে গেছে তার আঙুলের ঘ্রাণ, শীতল পরশ।
পৌষ রাতের শিশিরের মতো সারা রাত ধরে,
আজও যেন ঝরে পড়ে সে বুকের ভিতর।। ১০/১১/২০২০ পড়ুন
কবিতা | , , | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৩৩ বার দেখা | ২৬ শব্দ
অণু কবিতা- ২১৫
অণু কবিতা- ২১৫
হয়তো আকাশ, নদীজল, তীরের হাওয়া,
সব জেনে গেছে, তুমি কার নিবিড় বকুল হয়ে আছো।
কেবল বিষণ্ণ সন্ধ্যা, ব্যাকুল তিয়াসের কণ্ঠ জানে,
তোমার নাম কেবল খুদিত আমার বুকের গভীরে।। ০৩/০৬/২০১৯ পড়ুন
কবিতা | , | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৪৯ বার দেখা | ২৫ শব্দ ১টি ছবি
বৈপরীত্য
বৈপরীত্য
এবেলায় আমি খুব ভীষণ রকমের শান্ত প্রভাতের আকাশের মতো,
তবে ভিতরের অবস্থা ঠিক বিপরীত যেন বৈশাখী ঝরো প্রস্তুতি প্রতিক্ষণ।
আমার বাহিরে মাতাল করা পারফিউমের সে কী অপূর্ব ঘ্রাণ,
অথচ ভিতরে কী উপচে পরা ভ্যাপসা উৎকট গন্ধ।। এইতো বেশ লাগে আমায় চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, পড়ুন
কবিতা | , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২৯৫ বার দেখা | ১৭৪ শব্দ ১টি ছবি
অণু কবিতা- ২১৮
অণু কবিতা- ২১৮
নিয়ন আলোয় তোমার শহর, জেগে থাকে রোজ।
ধূসর আঁধার ঢাকে আমায়, শূন্যতে নিখোঁজ।
তোমার পাড়ায় সুরের বাঁধন, বেঁধে রাখো গানে,
আমার ঘরে ব্যথার হাওয়া, বয়ে যায় আনমনে।। ০৮/০৬/২০১৯ পড়ুন
কবিতা | , | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫০৩ বার দেখা | ২৪ শব্দ ১টি ছবি
ভালোবেসে দেখেছি
ভালোবেসে দেখেছি
ভালোবেসে দেখেছি, এলোকেশী রমণীর প্রশস্ত বুকের ভিতর,
আমার নিঃশ্বাস ফেলবার জায়গাটুকুও পাইনি আমি।
কেবল প্রত্যাখ্যাত হয়েছি আমি উদাসী বলে, দিকভ্রান্ত বলে,
আমার এই উড়ন-চণ্ডী জীবনে কেউ বাসা বাঁধার সাহস করেনি। সেবার বর্ষায় ভিজে ভিজে একগুচ্ছ কদম এনেছিলাম,
একটা পুষ্প বিলাসী রমণীও খুঁজে পাইনি সেদিনের পড়ুন
কবিতা | , | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৭০ বার দেখা | ৯০ শব্দ ১টি ছবি
অণু কবিতা- ২১০
অণু কবিতা- ২১০
মনে কি পড়ে?
চেনা পথে দাঁড়িয়ে ছিলাম
নত চোখে তাকিয়ে ছিলাম
হারিয়ে যাওয়ার প্রবল স্রোতে
তোমার নামটি ডেকেছিলাম
ব্যর্থ বুকে সকল চেপে
আমার দুহাত বাড়িয়েছিলাম ৩১/০৫/২০১৯ পড়ুন
কবিতা | , | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৭১ বার দেখা | ১৯ শব্দ ১টি ছবি
অণু কবিতা- ২৩২
আমি এক দিকভ্রান্ত শৈবাল,
ভেসে যাই এ-কিনার ও-কিনার করে।
কী করে ছোঁবো রত্ন তোমায়?
তুমি যে থাকো গভীর জলের পরে।। ৩১/০৭/২০১৯ পড়ুন
কবিতা | , | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০২২ বার দেখা | ১৭ শব্দ