করছে এ কী খেলা;
প্রকৃতিতে বসিয়েছে
বিচিত্র সব মেলা। ফাগুন হাওয়া বাণে পাওয়া
ছোট্ট কুঁড়েঘর;
গাছ-গাছালি ভেংগে-চূরে
ভয়ে থর থর। ধনী-গরিব সবে মিলে
একই গাঁয়ে থাকি;
নবান্নের সব পিঠা-পোলাও
মহানন্দে চাখি। পাখ-পাখালি’ কলকাকলি
বৃক্ষ-শাখে হাওয়া;
আম শাখাতে মুকুলে’ ঘ্রাণ
মধুর ক্ষণ পাওয়া। বন-বাদারে ফুলের মেলা
হাওয়ায় মধুর ঘ্রাণ
প্রকৃতির এই চিত্র মেলায়
প্রফুল্ল হয় প্রাণ।

