ফকিরের সনেট ট্যাগের সব লেখা

আহা প্রেম-২ (কতটুকু ভালোবাসি তোমায়)
কতটুকু ভালোবাসি তোমায়? থাম, এসো খুঁজে দেখি
ভালোবাসি তোমায় দৈর্ঘ্যে, গহীনে, উচ্চতায়।
থাকো যদি দৃষ্টি সীমা বাইরে তবু হৃদয়ে দাও উঁকি
তুমি সৌন্দর্যানুভূতিতে অস্তিত্বের শেষ সীমায়।
ভালোবাসি তোমায় নিত্যদিনের প্রত্যেকটি স্তরে স্তরে
যেমনি করে সূর্য আলো, জল-বায়ু ঘিরে থাকে জীবন
ভালোবাসি মুক্তভাবে, অধিকারের জন্যে যেমনি লড়ে
আমি ভালোবাসি শুদ্ধতায়, করে বর্জন পড়ুন
কবিতা | , | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৪ বার দেখা | ৮৩ শব্দ
আহা প্রেম-১ (নেই কোন আশা)
নেই কোন আশা? এসো কাছে বসে চলে যাই দূরে-
শুধু কিছুক্ষণ পাশাপাশি! গ্রহণ যদি না-ই করো
কি করতে পারি ! আমার হৃদয়ের সব প্রান্ত ঘিরে
জমেছিল মেঘ, বৃষ্টি ঝরে ঝরে, মুক্ত হবে আরো?
এই হাতে রাখো হাত শেষবার। ছুঁয়ে পুরান ব্যাথা
থেমে যাই যদি কোন অচিন কালে পড়ুন
কবিতা | , | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১২ বার দেখা | ১০৪ শব্দ
মানুষ লীলা
মন পুটুলি মানুষে দিয়ে আমি ঘুমাই নিশ্চিত হয়ে
স্বপ্ন দেখি দুনিয়া জয়ের গাছতলাতে শুয়ে
মানুষ হয়ে মানুষ লয়ে করছি যে মানুষ লীলা
গড়তে গিয়ে সেই মানুষে খুলতে আছি তালা।
দাঁড়িয়ে আছে মন প্রহরী, মন দরিদ্রের ধন
মন টাকা কড়ি, না জানি কে করছে হরণ
প্রেমে পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩০৬ বার দেখা | ৯৫ শব্দ