তাইতো এমন
রাত কাটেনা
দিন কাটেনা
ভোর কাটেনা
ঘোর কাটেনা ! ঘোর কাটেনা
তাইতো এমন
অমাবশ্যা
গহন রাতে
চাঁদ হাসেনা
ঘোর কাটেনা ! ঘোর কাটেনা
তাইতো এমন
কদম ফোটা
বাদলা দিনে
সব ভিজে যায়
মন ভেজেনা
ঘোর কাটেনা ! ঘোর কাটেনা
তাইতো এমন
মধ্য দুপুর
ক্ষরতাপে
সব পুড়ে যায়
মন পুড়েনা
ঘোর কাটেনা ! ঘোর কাটেনা
তাইতো এমন
শিশির স্নাত
স্নিগ্ধ ভোরে
সুর্য হাসে
মন হাসেনা
ঘোর কাটেনা ! ১৬ জুন, ২০১৬

